খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

প্রবীন বান্ধব সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প

খবর বিজ্ঞপ্তি |
১২:২৫ এ.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


কমিউনিটি সার্জিক্যাল এন্ড ট্রমা সেন্টার খুলনায় গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিএমএ খুলনার সভাপতি ডাঃ বাহারুল আলমের উদ্যোগে ও নেতৃত্বে উক্ত মেডিকেল ক্যাম্পে প্রবীন বান্ধব সংঘ খুলনার সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা পূর্বক চিকিৎসার জন্য পরামর্শপত্র দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে বিশিষ্ট নাট্যপরিচালক, প্রবীন বান্ধব সংঘ খুলনার সাংস্কৃতিক সম্পাদক শেখ সিরাজুল ইসলামের মাজার ব্যথা ট্রমা সেন্টারের অত্যাধুনিক মেশিনের মাধ্যমে সম্পূর্ণভাবে সুস্থ করা হয়। 
মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্য পরীক্ষা করান মোঃ আব্দুস সবুর, এস এম সাজ্জাদ হোসেন, মিয়া আরিফ হোসেন, তৌহিদুল ইসলাম, মোঃ জিয়াউল ইসলাম, কাজী আবুল সউদ, ডাঃ ইমতিয়াজ আহমেদ, শেখ সিরাজুল ইসলাম প্রমুখ সদস্যবৃন্দ।