খুলনা | রবিবার | ১৪ ডিসেম্বর ২০২৫ | ২৯ অগ্রাহায়ণ ১৪৩২

আবু মহম্মদ ফেরদাউসের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

খবর বিজ্ঞপ্তি |
১২:২৬ এ.এম | ১৪ ডিসেম্বর ২০২৫


উন্নয়ন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আবু মহম্মদ ফেরদাউসের ১৯তম মৃত্যুবার্ষিকী বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি ও মরহুমের পরিবারের পক্ষ থেকে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মরহুমের স্মরণে শুক্রবার উন্নয়ন কমিটির পক্ষ থেকে স্মরণসভা ও দোয়া এবং ১৩ ডিসেম্বর পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, দুস্থদের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের জন্য শীতবস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিল।
শনিবার বাদ জোহর মরহুমের ১৯তম মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ বাসভবন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠান সমূহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সেকেন্দার জাফরউল­াহ খান সাচ্চু, উন্নয়ন কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, এড. শেখ হাফিজুর রহমান হাফিজ, হায়দার গাজী সালাহউদ্দিন রুনু, বিএনপি নেতা কাজী মোঃ রাশেদ, নজরুল ইসলাম বাবু, এস এম আসাদুজ্জামান মুরাদ, মরহুমের জামাতা মহিউদ্দিন মাহিন, পুত্র জামাল আব্দুল নাসির লালন, কন্যা ইয়াসমিন সুলতানা বুলিসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ মোঃ নিজামউর রহমান লালু, মিনা আজিজুর রহমান, শাহীন জামাল পন, মোঃ আবুল বাসার, অধ্যক্ষ রেহানা আক্তার, মিজানুর রহমান বাবু, মোঃ খলিলুর রহমান, মামুনুরা জাকির খুকুমনি, মোঃ মনিরুজ্জামান রহিম, সরদার রবিউল ইসলাম রবি ও মোল­া মারুফ রশীদ প্রমুখ।