খুলনা | বুধবার | ১৭ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

অভয়নগরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল

অভয়নগর প্রতিনিধি |
১২:১০ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


অভয়নগরে হয়ে গেলো ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। রোববার বিকেলে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পোতপাড়ায় ১নং ওয়ার্ডের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় খুলনা, যশোর, নড়াইলসহ বেশ কয়েকটি জেলা থেকে ঘোড়া নিয়ে আসেন অংশগ্রহণকারীরা। ১৭টি ঘোড়া এ খেলায় অংশ নেয়। আর এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার মানুষ জড়ো হয়।
খেলা দেখতে আসা দর্শনার্থীরা বলেন, এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখে অনেক মুগ্ধ হয়েছি। আমরা পরিবার পরিজন নিয়ে এই ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি। প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিযোগিরা বলেন, আমরা টাকার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করিনা। এটা আমাদের নেশার মতো। মানুষকে আনন্দ দিতে পেরে আমরা অনেক খুশি হই। ঘোড় দৌড় প্রতিযোগিতার অন্যতম আয়োজক মোঃ কবিরুল ইসলাম বলেন, মানুষকে বিনোদনের জন্য এই আয়োজন। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে সমাজকে এগিয়ে নেয়া।