খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে দিঘলিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন

দিঘলিয়া প্রতিনিধি |
১২:১০ এ.এম | ১৫ ডিসেম্বর ২০২৫


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দিঘলিয়ায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে আয়োজিত অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ রোববার দিঘলিয়া ওয়াই এম এ মাঠে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া দু’টি সেমিফাইনালে অংশ নেয় চারটি দল। প্রথম সেমিফাইনালে দিঘলিয়া ইউনিয়ন একাদশ মুখোমুখি হয় সেনহাটি ইউনিয়ন একাদশের। প্রতিদ্ব›িদ্বতাপূর্ণ এই ম্যাচে দিঘলিয়া ইউনিয়ন জয়লাভ করে ফাইনালে ওঠে। 
দ্বিতীয় সেমিফাইনালে গাজিরহাট ইউনিয়ন একাদশ আড়ংঘাটা ইউনিয়ন একাদশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে। বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। ফাইনালে দিঘলিয়া ইউনিয়ন একাদশ চমৎকার দলগত পারফরম্যান্স প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয়। 
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ। এছাড়া শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ গোলদাতা ও শ্রেষ্ঠ গোলকিপার-এর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। খেলায় রেফারি ছিলেন মোঃ তকদির হোসেন, নাজমুল হোসেন, রুমেল বায়জিদ, সাইফুল ইসলাম, রমজান হোসেন ও জাবেদ ওমর ববি। ধারাভাষ্যে শিক্ষক মেহেদী হাসান এবং সাংবাদিক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ।