খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি |
০১:১১ এ.এম | ১৬ ডিসেম্বর ২০২৫


ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন হাসান (২৬) নামের অপর মোটরসাইকেল আরোহী। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলা হকপাড়ায়। তারা একে অপরের চাচাতো ভাই। 
জানা গেছে সোমবার সন্ধ্যায় তারা কালীগঞ্জ শহর হয়ে যশোরে যাচ্ছিল। পথে কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের পাশে মলি­কনগরে পৌঁছালে রাস্তার খাদে পড়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে দুই জনই আহত হয়। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে আরিফ হোসেন মারা যান। কালীগঞ্জ থানার ওসি জেল­াল হোসেন ঘটনার স্যুতা নিশ্চিত করে জানান যশোর থেকে আসার পথে ওই সড়কের কালীগঞ্জ মলি­কনগরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা মারে। এতে দুইজনই গুরুতর আহত হয়। পরে হাসপাতালে আনলে আরিফ মারা যায়।