খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত বললেন ওসি

রূপসার জাবুসায় গুলিতে নিহত কাপড় ব্যবসায়ী সাগর হত্যায় মামলা, ধরা পড়েনি কেউ

নিজস্ব প্রতিবেদক |
০১:৫৫ এ.এম | ১৬ ডিসেম্বর ২০২৫


কাপড় ব্যবসায়ী মোঃ সাগর শেখ (৩০) বাড়ি থেকে ডেকে এনে মাথায় অস্ত্র ঠেকিয়ে ফিল্মস্টাইলে গুলি করে হত্যার ঘটনায় রূপসা থানায় হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন পুলিশ। রোববার রাতে রূপসা খানজাহান আলী (রহঃ) সেতুর পূর্বপাশের্^ এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের সামনে এ হত্যাকান্ডটি ঘটে।
নিহত সাগর শেখের মাতা রেখা বেগম ঘটনার পরদিন সোমবার বাদী হয়ে দুইজনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন (নং-৭ তারিখ-১৫/১২/২০২৫)। হত্যাকান্ডের প্রায় ত্রিশ ঘন্টা অতিবাহিত হলেও এখনো কোন ক্লু-বের করা সম্ভব হয়নি। তবে ক্লিং মিশনে অংশ নেওয়া সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।  
নাম প্রকাশে অনিচ্ছুক এ শর্তে স্থানীয় কয়েকজন বলেন, নিহত সাগর রাতে বাড়িতে ছিলেন। রাতে কয়েকজন লোক তাকে বাড়ি থেকে ডেকে রূপসা থানজাহান আলী সেতুর পূর্ব পাশের্^ এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশনের কাছে নিয়ে যায়। এসময় তিন/চার রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা। তার ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুরুতর অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওইরাতে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। 
রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, রূপসার জাবুসা এলাকায় সাগর হত্যাকান্ডের ঘটনায় নিহত সাগরের মাতা রেখা বেগম বাদী হয়ে দুইজনের নাম উলে­খসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে কেউ গ্রেফতার ও হত্যার মোটিভ উদ্ধার করা সম্ভব হয়নি। অভিযান অব্যাহত রয়েছে জানালেন ওসি।