খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

তেরখাদায় ধানের শীষের প্রার্থী হেলাল

ফেব্রুয়ারির নির্বাচন হবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ১৬ ডিসেম্বর ২০২৫


আগামী জাতীয় নির্বাচন হবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার নির্বাচনÑএমন মন্তব্য করেছেন বিএনপির তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল।
গতকাল সোমবার দুপুরে তেরখাদা উপজেলার নেবুদিয়া এলাকার রওজাতুল আতফাল মাদ্রাসায় কোরআনের হাফেজ, শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরে তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডে অঙ্গসংগঠনের কার্যালয় এবং বারাসাত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তালতলা বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন স্থানে তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক চৌধুরী কাওছার আলীর সভাপতিত্বে এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, রেজাউল ইসলাম রেজা, শফিকুল ইসলাম বাচ্চু, নয়ন মোড়ল, মোঃ রয়েল, হাবিবুর রহমান হাবি, ফখরুল ইসলাম চৌধুরী বুলু, মাহাবুর মোল্লা, ইকরাম হোসেন জোমাদ্দার, সাজ্জাদ হোসেন নান্টা, শরিফ নাইমুল হক নাইম, একরাম, হুমায়ুন মোল্লা, এমদাদ, আলমগীর, পলাশ মেম্বার, কহিনুর বেগম, সোহাগ মুন্সি, আমিনুর রহমান, সাব্বির আহমেদ টগর, ইমামুল মোল্লা, শামিম আহমেদ রমিজ, সোহেল, লিমন, আসাদ ও জাহিদ প্রমুখ।