খুলনা | মঙ্গলবার | ১৬ ডিসেম্বর ২০২৫ | ২ পৌষ ১৪৩২

নগরীর বিভিন্ন ব্যাংক ও বিপণী বিতানে সাক্ষাৎকালে মঞ্জু

জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করা হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:২৩ এ.এম | ১৬ ডিসেম্বর ২০২৫


কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রের কাছে মাথানত না করে জনগণের ঐক্যের মাধ্যমে একটি গণতান্ত্রিক, উদার বাংলাদেশ গড়ে তোলার সময় এসেছে উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমরা লড়াই করে, যুদ্ধ করে একটা স্বাধীন ভূখন্ড এনেছি। এই ভূখন্ড আজ স্বাধীনতার দিকে থাকবে,  জিয়াউর রহমানের স্বপ্ন, বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই বাংলাদেশকে রক্ষা করা হবে ইনশাআল্লাহ।
গতকাল সোমবার বেলা ১১টায় স্যার ইকবাল রোডস্থ অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, আল আরাফা ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংকের ম্যানেজারসহ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। দুপুর সাড়ে ১২টায় ১৬নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও আলোচনা সভা এবং মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণের প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বাদ আসর ও বাদ মাগরিব পিকসার প্যালেস মোড়ে হাজী মালেক চেম্বার, আকতার চেম্বার, এশা চেম্বার, সিটি সেন্টার ও জলিল টাওয়ার মাকের্টের সকল ব্যবসায়ী ও দোকানে যেয়ে সবার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাজী মোঃ রাশেদ, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, আনোয়ার হোসেন, মোল্লা মারুফ রশিদ, নাজমুল হক মুকুল, ইউসুফ হারুন মজনু, সাদিকুর রহমার সবুজ, রবিউল ইসলাম রবি, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, মজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, কামরান হাসান, এড. এমদাদুল হক হাসিব, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, শমসের আলী মিন্টু, হাসান মেহেদী রিজভী, মাহবুবউল্লাহ শামীম, খায়রুল ইসলাম লাল, মাহবুব হোসেন, সরদার রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, আব্দুল জব্বার, মহিউদ্দিন টারজান, এইচ এম আসলাম হোসেন, মোস্তফা কামাল, মেশকাত আলী, নাসির খান, রিয়াজুর রহমান, আতিয়ার রহমান পাটোয়ারী, আলমগীর হোসেন আলম, মনিরুল ইসলাম মাসুম, এড. শামীম আহসান, মাসুদ খান বাদল, শামীম খান, খান মঈনুল ইসলাম মিঠু, সৈয়দ বোরহান, জাকারিয়া লিটন, মহিদুল ইসলাম টুকু, মোস্তাফিজুর রহমান বাবলু, খান শহিদুল ইসলাম, জামাল মোড়ল, মোল্লা আলী আহমেদ, এড. ওমর ফারুক বনি, নুরুল ইসলাম লিটন, জাহাঙ্গীর হোসেন, দাউদ খান, হুমায়ুন কবির বাবলু, মোল্লা ফিরোজ, মোহাম্মাদ আলী, আসাদুজ্জামান বাদশা, মিজানুর রহমান মিজান, হাফিজুর রহমান টুটুল, আলমগীর ব্যাপারী, শামীম আশরাফ, ইউনুচ শেখ, এস কে মাহমুদ, সুলতান মাহমুদ সুমন, মাসুদ রেজা, মাসুদ রেজা, মোল্লা মিলন, সোহরাব হোসেন, গোলাম নবী ডালু, সমির কুমার সাহা, মাওলানা আব্দুল গফ্ফার, পারভেজ মোড়ল, সেলিম বড় মিয়া, শহিদুল ইসলাম লিটন, এ আর রহমান, জিএম তারেক, হাবিব খান, টিপু হাওলাদার, আকবর হোসেন, নাদির উদ্দিন খান, আব্দুল্লাহ আল মামুন, মারুফ খান, শেখ বাবুল হোসেন, জামান চৌধুরী, শেখ জাহিদুল ইসলাম খোকন, শেখ জাকির হোসেন, শেখ কামাল, এড. নাহিন, রাজু মোল্লা, শেখ তরিকুল ইসলাম,  রাজু আহমেদ রাজ, ঈশা শেখ, শামীম রেজা, পারভেজ আহমেদ, মামুনুর রহমান রাসেল, আনোয়ার হোসেন, সোহেল খন্দকার, লাল মিয়া, ছিদ্দিক মাতবর ও হারুন মোল্লা প্রমুখ।