খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩ পৌষ ১৪৩২

বাগেরহাটে বড়দিন উপলক্ষে মতবিনিময় ও গীর্জা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১১:৩৭ পি.এম | ১৭ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটে আসন্ন খ্রিস্টান ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শহরের ফাতিমার রানী মারীয়ার গীর্জায় মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খাঁন, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ শহিদুল ইসলাম,  গীর্জার ফাদার ডমেনিক হালদারসহ স্থানীয় খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন মাদক সমাজের সবচেয়ে বড় শত্র“। সবাইকে মাদককে ‘না’ বলতে হবে এবং কেউ যেন মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন আসন্ন বড়দিন উৎসব যেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করতে পারেন সে লক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মহোদয় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং বাগেরহাট জেলা পুলিশ সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর-এ মর্মে অঙ্গীকার ব্যক্ত করেন। মতবিনিময় সভা শেষে, অতিথিগণ মারিয়া পল­ী (খ্রিস্টান পল­) এবং বাসাবাটি মা ফাতিমার গীর্জা পরিদর্শন করেন।