খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৩ পৌষ ১৪৩২

খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

খবর ডেস্ক |
১১:৫০ পি.এম | ১৭ ডিসেম্বর ২০২৫


সারাদেশের ন্যায় খুলনাসহ পার্শ্ববর্তী জেলা উপজেলায় মঙ্গলবার দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এর পরেই জেলা ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
বাগেরহাট : সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়। এর পরেই জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। পরে একে একে বিচার বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ইসলামী ব্যাংক, অগ্রণী ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ পুষ্পস্তবক অর্পণ করা হয় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। জেলা বিএনপি’র পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা বিএনপি’র আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম-আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ব্যারিস্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, শাহেদ আলী রবিসহ নেতাকর্মীরা। বিএনপি’র পরেই যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করে। বেলা বাড়ার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদ মুক্তিযোদ্ধা স্তম্ভে। পরে সকাল সাড়ে ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পাতাকা উত্তোলন এবং বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয় জেলা স্টেডিয়ামে। কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এদিকে বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বিসিক শিল্প নগরী। 
নড়াইল : সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এরপর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। 
শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং দেশ ও জাতির অগ্রগতি ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্টেডিয়ামে দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী এবং দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ আব্দুল ছালাম। । মেলায় বিভিন্ন কারুপণ্য ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের খাদ্য পণ্যসহ মোট ২০টি বসেছে। 
এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণির পেশার প্রতিনিধিরা। এছাড়া দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নানা আয়োজন, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সন্ধ্যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বিকালে প্রীতি ভলিবল ও ফুটবল ম্যাচ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে জেলা কারাগার, হাসপাতাল, শিশুপরিবারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়। 
সাতক্ষীরা : প্রত্যুষে শহরের আব্দুর রাজ্জাক পার্কে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলা বিএনপি আহবায়ক রহমতউল­াহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারী আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ। এরপর কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনে অংশ নেয় জেলা পুলিশ, ফায়ার সার্ভিসসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করে জেলা প্রশাসন। মেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের শিল্প পণ্য স্থান পায়। 
এছাড়া, দিনব্যাপী শহীদ কাজল সরণি (খুলনা রোড মোড়), শহীদ সিরাজ সরণি (নিউ মার্কেট মোড়) ও শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, রক্তদান কর্মসূচি, বাদ জোহর সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ তাঁর (রাজ্জাক) সমাধিস্থলে মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন, জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে সাতক্ষীরা স্টেডিয়ামে সৌখিন ফুটবল ম্যাচের আয়োজন হয়।
বিকেল ৪টায় সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষনা করা হবে। এছাড়া সাতক্ষীরা জেলা বিএনপি ও জেলা জামায়াতের যুববিভাগের উদ্যোগে শহরে পৃথক বিজয় মিছিল বের করা হয়। বিজয় মিছিলে বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
দাকোপ : ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠুর নেতৃত্বে উপজেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর পর্যায়ক্রমে উপজেলা বীরমুক্তিযোদ্ধা সংসদ, চালনা পৌরসভা, দাকোপ থানা, দাকোপ উপজেলা বিএনপি, জাতীয় নাগরিক পাটি (এনসিপি), দাকোপ প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল উপজেলার সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানে সংবর্ধনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা, হাসপাতাল ও থানা ভবনে উন্নত মানের খাবার পরিবেশন, বিজয় মেলা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি ভবনে আলোকসজ্জাকরণ করা হয়।
ফুলতলা : সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা হয়। পরে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ, সকাল ৯টায় উপজেলা ডাবুর মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন, সাড়ে ৯টায় পুলিশ, ফায়ার সার্ভিজ, আনছার ভিডিপি, বিএনসিসি, স্কাউটস, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা অনুষ্ঠান সমূহের সভাপতিত্ব করেন। মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার ও বিআরডিবি কর্মকর্তা মোঃ তারেকুর রহমানের পরিচানায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য মান নিয়ন্ত্রক সমীরণ কুমার সাহা, এসিল্যান্ড তৌফিক রেজা, ওসি মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার কাজী জাফর উদ্দিন, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, উপজেলা বিএনপির আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, কৃষিবিদ আরিফ হোসেন, প্রকৌশলী মোঃ ইয়াছিন আরাফাত, উপজেলা জামায়াতের আমির আঃ আলিম মোল­া, সেক্রটারী মাওঃ সাইফুল হাসান খান, সমাজসেবা অফিসার মোঃ ফিরোজ শাহ, বীজ কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, যুব উন্নয়ন অফিসার মোঃ ওবায়েদুল হক হাওলাদার, সমবায় কর্মকর্তা ফারহানা আক্তার, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা শামীমা আক্তার, আনছার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সম্পাদক শেখ মনিরুজ্জামান প্রমুখ।  
ডুমুরিয়া : দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সাথে উপজেলা প্রশাসনের স্বাধীনতা স্মৃতি সৌধে পুষ্প অর্পণ, উপজেলা নির্বাহী অফিসার সবিতা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পূরস্কার বিতরণসহ নানা কর্মসূচি পালিত হয়। অনুরুপভাবে প্রেসক্লাব, সাংবাদিক কল্যাণ সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করেছে। রাজনৈতিক দলের মধ্যে উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মোল­া মোশাররফ হোসেন মফিজের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল একটি বহার স্বাধীনতা স্মৃতি সৌধে পুষ্প অর্পণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহŸায়ক শেখ সরোয়ার হোসেন, সদস্য সচিব সরদার আব্দুল মালেক, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, খান ইসমাইল হোসেন, অরুণ কুমার গোলদার, শেখ শাহিনুর রহমান, চেয়ারম্যান মোল­া মাহাবুবুর রহমান, গাজী আঃ হালিম, মতিয়ার রহমান বাচ্চু, শেখ হেলাল উদ্দিন, মুনিমুর রহমান নয়নসহ হাজার হাজার নেতাকর্মী।
রূপসা : উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সম্মানে সংবর্ধনা দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, বীর মুক্তিযোদ্ধা তৈয়েবুর রহমান, আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিনএবং একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল ।
এছাড়াও বক্তৃতা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, পল­ী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আনোয়ার উল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, বীরমুক্তিযোদ্ধা হরষিত বিশ্বাস, হাসান মাহমুদ সিদ্দিক, আবুল ফজল হেলাল, মোঃ রফিকুল ইসলাম, টুকু মিনা, আ: কুদ্দুস, খান দেলোয়ার, শেখ জিন্মাত আলর, শেখ গোলাম মোস্তফা, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী প্রমুখ।
এর পূর্বে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বিজয়মঞ্চে উপজেলা প্রশাসনের পাশাপাশি উপজেলা বিএনপি, সামাজিক ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও মাঠে ডিসপ্লে প্রদর্শন, কুচকাওয়াজ ও ছাত্র-ছাত্রীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। 
এদিকে দিবসটি উপলক্ষে শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল­ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। নৈহাটী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ হায়দার আলীর সার্বিক পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বজলুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম তরফদার, মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন হাওলাদার ও আবুল হোসেন, প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, মাদ্রাসা সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা মোঃ কামাল হোসাইন, রূপসা প্রেসক্লাব সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান। 
রূপসা প্রেসক্লাব : দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সভাপতি তরিকুল ইসলাম ডালিম। কোষাধ্যক্ষ আখতার খানের পরিচালনায় বক্তৃতা করেন সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ আজিম, দপ্তর সম্পাদক হামিদুল হক, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম তুরান, নির্বাহী সদস্য আঃ কাদের শেখ, সদস্য আল মাহমুদ প্রিন্স, আবু হারুন-অর রশিদ, আশিকুর রহমান বাবু প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন তৌহিদুল ইসলাম কচি।
জামায়াতে ইসলামী রূপসা : দিবস উপলক্ষে সকাল সাড়ে ৮টায় উপজেলা শাখার যুব বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পরিদর্শন করে কাজদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি হাবিবুল­াহ ইমন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন শেখ, আইচগাতী ইউনিয়ন আমীর মাওলানা হেকমত আলী, ঘাটভোগ ইউনিয়ন সভাপতি নাসিম সরদার প্রমুখ। এছাড়া রূপসা উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে পূর্ব রূপসা রেলস্টেশন মোড় থেকে র‌্যালি বের হয়। 
রূপসা উপজেলা বিএনপি : উপজেলার টিএসবি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য আছাফুর রহমান, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহŸায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহŸায়ক আবুল কালাম গোলদার, টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহŸায়ক খান আনোয়ার হোসেন, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, হাকীম কাজী, এইচ এম কামরুল ইসলাম কচি, সরদার সিহাব উদ্দীন, শামীম হাসান, খান আলিম হাসান, ফিরোজ মাহমুদ, বাবুল শেখ, এইচ এম মাসুদুল ইসলাম, তরিকুল ইসলাম রিপন, এস এম আবু সাঈদ, নাঈম আহম্মেদ, ফারুক আহম্মেদ, কামরুল মোড়ল, আকতার শেখ, জিএম মাসুদ, মুশফিকুর রহমান সুমন, জিয়া খান, জগলুল হায়দার, জাহিদুর রহমান, সত্তার মোড়ল, সফর কাজী, ইব্রাহিম শেখসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 
পাইকগাছা : দিবসটি উপলক্ষে প্রত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পাইকগাছা পৌরসভা, পাইকগাছা থানা, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন, পাইকগাছা সরকারি কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফসিয়ার রহমান মহিলা কলেজ, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র, আইনজীবী সমিতি, পাইকগাছা প্রেসক্লাব, শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজ কল্যাণ সংস্থা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বনানী সংঘ, ঠিকাদারি কল্যাণ সমিতি, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রোজবাড কিন্ডারগার্টেন স্কুল, ইউনিভার্সাল এডাস স্কুল, বর্ণমালা কিন্ডারগার্টেন স্কুল, দি রাইজিং প্রি ক্যাডেট স্কুল, কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি, রুপা মিউজিক্যাল একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে ৮টায় সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পুলিশ, আনসার, স্কাউট ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্যারেড ও ডিসপ্লে প্রদর্শন করে। সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে তিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়। ১১ টায় মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বিকাল ৪ টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান এবং সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে উপজেলা প্রশাসন এবং পৌরসভা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল খেলা এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণী ডাঃ ফারজানা ইয়াসমিন লিসা, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বী, অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও খুলনা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, পাইকগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর সমরেশ রায়, ওসি তদন্ত ইদ্রিসুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার সরকার, উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌরসভা বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জামায়াত নেতা প্রভাষক আব্দুল মোমিন সানা, আইনজীবী সমিতির সভাপতি এড. জিএম আব্দুস সাত্তার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া ও প্রভাষক লুৎফা ইসলাম। 
কয়রা : দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, কয়রা থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন, কয়রা উপজেলা প্রেসক্লাব, জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি), কয়রা আইনজীবী সমিতি, কয়রা সরকারী মহিলা কলেজ, কপোতাক্ষ মহাবিদ্যালয়, কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কয়রা বাজার কমিটিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্ঠান শেষে বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল­াহ আল বাকীর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকসের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, উপজেলা প্রকৌশলী আবুল ফজল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সটেক্ট্রর মোঃ লোকমান হোসেন, সোনালী ব্যাংকের ম্যানেজার তুষার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জিএম ইমদাদুল হক, ডিএম নুরুল ইসলাম, আব্দুল মজিদ মিস্ত্রী, গোলাম  মোস্তফা প্রমুখ। আলোচনা শেষে পরিষদ মিলনায়তনে ক্রীড়া, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর প্রীতি ফুটবল খেলা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বটিয়াঘাটা : দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও পরে উপজেলা শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান, বিজয় র্যালি এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলো বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জা ও সাজসজ্জায় সজ্জিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 
তেরখাদা : উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রতুষ্যে ২১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা ও সূর্যোদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশনী, ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আঁখি শেখ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু হেনা মোঃ মনিরুল হক (মন্টু), তেরখাদা থানার ওসি মোঃ শহীদুল­াহ, উপজেলা কৃষি অফিসার শিউলি মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ সাইদুর রহমান, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাওছার আলী, চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মোল­া মাহবুবুর রহমান, আজিজুর রহমান আজিবর, মোল­া হুমায়ুন কবির, আবুল হোসেন বাবু মোল­া, চৌধুরী আমিনুল ইসলাম মিলু, গোলাম মোস্তফা ভূট্টো, রাজু চৌধুরী, মোঃ সাবু মোল­া, মহিদুল ইসলাম,মেহেদী চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুল হক, সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শারাফাত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান অফিসার শেখ ইকবাল হোসেন। সকাল সাড়ে ১১টার দিকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদের চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বী।
দিঘলিয়া : প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭১ এর শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন, পুলিশ, মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপি, প্রেসক্লাব, সামাজিক প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপজেলার দেয়াড়াস্থ গণকবর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি দেবাংশু বিশ্বাস, অফিসার ইনচার্জ শাহ্ আলম। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ ফরিদ আক্তার উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা মাহবুবল আলম, খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সর্দার শহিদুল­াহ, গোলাম মোস্তফা, আব্দুল হামিদ, মোঃ আব্দুল হামিদ, কামরুজ্জামান বাচ্চু, আজগর গাজী । 
রামপাল : দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মরণে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পরে স্মৃতিসৌধের পাদদেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসীর সভাপতিত্বে স্মরণসভা, আলোচনা সভা, এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল­াহ আল মামুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন সাব-কমান্ডার অতীন্দ্র নাথ হালদার দুলাল।
এছাড়াও বক্তব্য দেন প্রেসক্লাব রামপালের সভাপতি এম এ সবুর রানা, সংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, ভোজপাতিয়া বিএনপির সভাপতি মোঃ আল আমীন, উপজেলা জামায়াতের শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, পেড়িখালী ইউনিয়ন জামায়াতের আমীর ফকির গোলাম মাওলা প্রমুখ।অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় উপজেলা চত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুনরায় পুষ্পার্ঘ অর্পণ করা হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শহীদদের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফরহাদ আলী, প্রধান শিক্ষক হাওলাদার আ. মান্নান, প্রেসক্লাব সভাপতি এম এ সবুর রানা, আবুল কালাম আজাদসহ অন্যান্যরা। এ সময় বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
মোল­াহাট : সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ৬টা ৩৫ মিনিটে উপজেলা কম্পাউন্ডের শহীদ মিনারে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, মোল­াহাট থানা, হাইওয়ে থানা, ফায়ার সার্ভিস স্টেশন, উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন, এনসিপি, পল­ী বিদ্যুৎ সমিতি, সোনালী ব্যাংক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব মোল­াহাট, কেআর কলেজসহ বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৯টায় কেআর কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ সালাম গ্রহণ ও শিক্ষার্থীদের শারীরিক কসরত প্রদর্শন অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকাল তিনটায় ঐতিহ্যবাহী লাঠিখেলা ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়।
এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসান আলী, কৃষি কর্মকর্তা মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী ফেরদৌস আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা, উপজেলা সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম মিয়া, উপজেলা জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর শিকদার, এনসিপি সভাপতি ফয়সাল কাজী, সমাজসেবা কর্মকর্তা উসমান হামিদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, প্রেসক্লাব মোল­াহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান মোল­া, সহ-সভাপতি আব্দুল­াহ ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহীন, সাংবাদিক মোঃ বশার মোল­া, কে এম মাহামুদুল হক, আল হাফিজ শেখ, মোঃ শফিউল আজম নিশানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস ও মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার।
চিতলমারী : সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সূচনা হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম। পরে সেখানে শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দফতরের কর্মকর্তা, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, প্রেসক্লাব, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন ও সাধারণ মানুষ। এ সময় শহীদ মিনার চত্বরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শ্রদ্ধা নিবেদনের পর সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 
সকাল ৯টায় এ কে ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত পরিবেশন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, লাঠিখেলা এবং পুরস্কার বিতরণ করা হয়। সকাল ১০ টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণের সংবর্ধনা ও আলোচনা সভা হয়। এছাড়া বাদ যোহর মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল এবং এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন, বিকেলে বিজয় মেলার উদ্বোধন, প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও বাদ মাগরিব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
কর্মসূচিগুলোতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, সমবায় কর্মকর্তা মোল­া সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর এবং বতর্মান জেলার দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, উপজেলা বিএনপি’র সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস, সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এড. ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম এবং চিতলমারী উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এবং জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম প্রমুখ। 
চিতলমারী উপজেলা জামায়াত : সকাল ৮টায় উপজেলা মোড়ে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনিত বাগেরহাট-১ আসনের প্রার্থী, কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান।উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের আজীবন সদস্য ব্যবসায়ী এবং জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী শেখ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিরাজুল ইসলাম ও মাওলানা গাজী আনিসুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিল শেষে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শ্যামনগর : উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসুচনা করা হয়। সকাল ৮টায় গোপালপুর স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্প অর্পণ করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, শ্যামনগর থানা পুলিশ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন। এরপর শহীদের কবর জিয়ারতসহ তাদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল খালেক। সকাল ৯টায় নকিপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে পবিত্র কোরআন তেলোওয়াত-এর মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মিস সামসুজ্জাহান কনক জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও কবুতর উড়িয়ে মহান বিজয় দিবসের শুভ সূচনা করেন। এ সময় থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমানের নেতৃত্বে একদল চৌকস দল উপস্থিত মুক্তিযোদ্ধাসহ অতিথিদের গার্ড অফ অনার প্রদান করেন। পরবর্তীতে ছিল বিভিন্ন খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন দিবসটির যথাযথ মর্যাদা পালন করে।
শরণখোলা : দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন গ্রামীন জেনারেল হসপিটালের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে হসপিটাল সভাকক্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণসভায় সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান এহসান মোর্শেদ সোহেল। প্রধান অতিথি ছিলেন অন্যতম পরিচালক ফুল মিয়া খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম লিটন। প্রধান বক্তা ছিলেন হসপিটাল-এর ব্যবস্থাপনা পরিচালক আলিম আল রাজি মুক্তি। আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রদল নেতা মামুন গাজী, হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম শরিফ, অন্যতম পরিচালক আবু সালেহ, ক্যাপ্টেন হিমেল, আব্দুল আজিজ, আবুল বাশার খান, সদরুল ইসলাম সুজন, ডাক্তার অনিন্দ দাস প্রমুখ। 
বেনাপোল : দিবসটি উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি। সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি’র কাশিপুর বিওপির সন্নিকটে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ-এর সমাধিস্থলে মহাপরিচালকের পক্ষ থেকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় গার্ড অব অনার প্রদান, পুষ্পস্তবক অর্পণ, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও বীরশ্রেষ্ঠের পরিবারবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চুলকাঠি (বাগেরহাট) : দিবসটি উপলক্ষে ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিকালে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ শহীদ মিনারে ফুলের স্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়। এসময় ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল­াল হোসেন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল, বিএনপি নেতা মহিউদ্দিন মইন ভূঁইয়া, মোস্তফা কামাল হারুন, ইজাহার মোড়ল, রেজাউল কবির, ওয়ার্ড বিএনপি নেতা পারভেজ হাওলাদার, মুজিবুর রহমান, মামুন সরদার, মলি­ক আনিসুর রহমান, আবু তালেব, আফজাল হোসেন, বাচ্চু বিশ^াস, দেবপ্রসাদ শীল, সহাদেব দাশ, রাজু ঘোষ, শ্রমিকদল নেতা মনিরুজ্জামান, কৃষকদল নেতা খায়রুল ইসলাম, ওসমান হোসেন, যুবদল নেতা বাদশা খান, রাসেল শেখ, বাবু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে কাটাখালী বিএনপি’র কার্যালয় হতে একটি র‌্যালি বের হয়ে তা কলেজে এসে শেষ হয়।  
কেশবপুর :  দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনি, বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ, বর্ণাঢ্য ডিসপ্লে প্রদর্শন, পুরস্কার বিতরণ, বীর মুক্তিযোদ্ধা ও বয়স্ক ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্র“প ও ডায়বেটিস পরীক্ষা এবং স্বাস্থ্য সেবা প্রদানসহ ওষুধ সরবরাহ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শরীফ নেওয়াজ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায়, কৃষি কর্মকর্তা আব্দুল­্যাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু। সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
তালা : প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসানের সভাপতিত্ব বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) রাহাত খান, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এ এইচ এম লুৎফুল কবীর, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক কমিটির সদস্য মাষ্টার মইনুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহŸায়ক মোঃ মফিজ উদ্দিন। 
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার ও একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, উপজেলা জামায়াতে আমীর মাওলানা মফিদুল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিজুল হক লিটু, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, বিআরডিপি অফিসার নারায়ণ চন্দ্র সরকার, তালা প্রেসক্লাবের সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মীর্জা সাকিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়। 
পাটকেলঘাটা :  দিবস উপলক্ষে বিএনপি ও জামায়াত খন্ড খন্ড বিজয় মিছিল বের করে। সরুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানার নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাইফুল ইসলাম, নাসের সরদার, আজিবার রহমান, আছির উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য তাছলিমা খাতুন, রাফিজা খাতুন, মনোয়ারা বেগম প্রমুখ। এদিকে হারুণ অর রশিদ ডিগ্রী কলেজ, কুমিরা মহিলা কলেজ, পাটকেলঘাটা আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়, আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়সহ থানার বিভিন্ন স্কুল কলেজে জাতীয় পতাকা উত্তোলন করে।এ ছাড়া বিজয় দিবসে পাটকেলঘাটা বাজারের ব্যবসায়ীরা জাতীয় পতাকা উত্তোলণ করেন। 
দেবহাটা : দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্রপ্রতিনিধি, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, দেবহাটা কলেজ, মহিলা কলেজ, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল, উপজেলা জাসাস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। পরে সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম শরীফ খাঁন, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ। ডিসপ্লে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন অংশগ্রহণ করেন। সভা শেষে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়।
জামায়াত : বিকেল ৪টায় উপজেলা জামায়াত অফিস চত্বর থেকে বিজয় র‌্যালি শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিস চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসন (সদর-দেবহাটা) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী, খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দীন মাহমুদ, উপজেলা আমীর মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক, সহকারী সেক্রেটারী সোলায়মান হুসাইন, আব্দুল গফুর সরদার, ইসরাইল আশেক মাগফুর, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন, মাওলানা আব্দুল ওয়াহেদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা আনোয়ারুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 
আশাশুনি (সাতক্ষীরা) : উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বিজয় মেলা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ক্রীড়া অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন স্কুল ও প্রতিষ্ঠান, প্রেসক্লাব, আঞ্চলিক প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে নানা শ্রেণি পেশার মানুষ কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। সমাজ সেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমদ খান, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, বীর মুক্তিযোদ্ধা শামীম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী প্রমুখ। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ ৭ জনের পরিবারকে ও ৩ জন জুলাই শহীদ পরিবার মোট ১০ জনকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া মহিলাদের ক্রীড়ানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
বিএনপি : উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ ও খন্ডমিছিল করা হয়। বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, সাবেক উপজেলা আহবায়ক হেদায়েতুল ইসলাম, আছিফুর রহমান তুহিন, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জাকির হোসেন বাবু, যুগ্ম-আহবায়ক রবিউল আওয়াল ছোট, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সিঃ যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছোট, লিয়াকত আলী, বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামায়াত :  উপজেলা দলীয় কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদান করে। সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের নেতৃত্বে জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল ও উপাধ্যক্ষ আঃ সবুর, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,  নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরতাজা, নায়েবে আমীর মাওঃ মোশারফ হোসেন, সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হক, সহ-সেক্রেটার প্রফেসর শাহজাহান, উপজেলা যুব বিভাগের সভাপতি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওঃ রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মাওঃ আঃ ওয়াজেদ, পেশাজীবি সভাপতি মাওঃ আতাউর রহমান, এড. শহিদুল ইসলাম, মাওঃ ইউসুফ আলীসহ জামায়াত, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আশাশুনি প্রেসক্লাব : স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি এস কে হাসান। সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় সভায় আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন জি এম মুজিবুর রহমান, হাসান ইকবাল মামুন, লিংকন আসলাম, জাকির হোসেন, মোস্তাফিজুর রহমান, শরিফুজ্জামান শরিফ, আরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুল­াহ বিলালী, জগদীস চন্দ্র সানা, বি এম আলাউদ্দিন, ইলিয়াস মোল­া, ইয়াছিন আরাফাত ড্যানিস, ইয়াছিন আরাফাত সানা, এম এইচ টুটুল, সাইদুল ইসলাম, তৌহিদুজ্জামান প্রমুখ।