খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

নগরীর ৩০নং ওয়ার্ড মহিলা দলের দোয়ায় মনা

খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার সাজানো নাটক আজ প্রমাণিত

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৩ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা অভিযোগ করে বলেছেন, সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কারাগারে আটকে রেখে পরিকল্পিতভাবে ‘স্লো পয়জনিং’ করে হত্যার চেষ্টা চালিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশন ব্যবহার করে পরিকল্পিত অপপ্রচার চালানো হয়েছে যে দেশনেত্রী এতিমের টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু বাংলাদেশের কোনো মানুষ, এমনকি অবুঝ শিশুও বিশ্বাস করে না তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মাত্র দুই কোটি টাকা তছরুপ করতে পারেন। এটি ছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে সাজানো একটি নাটক। 
গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর ৩০নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় আয়োজিত দোয়ায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এ দোয়া মাহফিলটি ৩০নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী সাহেলা পারভীন রিক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৈয়দা নার্গিস আলী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, শের আলম সান্টু, এড. হালিমা খানম, মোঃ নাসির উদ্দিন, সওগাতুল আলম সগীর, শেখ মেহেদী হাসান লিটন, ইয়াকুব মোল্লা, জালাল সরদার, আব্দুল্লাহ আল মামুন, জাহানারা পারভীন, হাসিনা আকরাম, জাহিদা পারভিন, ওয়াহিদা পারভীন, বিউটি আক্তার, সুলতানা পারভীন, আনিকা সুলতানা নিপা, দিলরুবা রুকসানা, শিখা, জামিলা পারভীন, রিনা পারভিনসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।