খুলনা | বৃহস্পতিবার | ১৮ ডিসেম্বর ২০২৫ | ৪ পৌষ ১৪৩২

মহানগর জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালিতে মাহফুজ

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৮ এ.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


মহানগর জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষ আজও ন্যায়বিচার ও সমঅধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হলে বিজয়ের প্রকৃত অর্থ পূর্ণতা পায় না। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’ 
গত মঙ্গলবার বিকেলে নগরীর নিউ মাকেটস্থ বায়তুন নূর কমপ্লেক্সের উত্তর গেটে মহানগর জামায়াতের যুব বিভাগের বিজয় র‌্যালি পূর্ব প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
যুব বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে সেক্রেটারি মোঃ হামিদুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি এড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। বক্তৃতা করেন মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন, সহকারী সেক্রেটারি আজিজুল ইসলাম ফারাজী।
এ সময় আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মিম মিরাজ হোসাইন, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা আবু বকর সিদ্দিক, ইঞ্জিনিয়ার মোল্লা আলমগীর, আ স ম মামুন শাহীন, অধ্যাপক ইকবাল হোসেন, মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহীদুল ইসলাম, দৌলতপুর থানা আমীর মাওলানা মুশাররফ আনসারী, সদর থানা সেক্রেটারি আব্দুস সাালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম প্রমুখ।
পরে একটি বিশাল র‌্যালি নিউ মার্কেট থেকে শুরু হয়ে শিবাবাড়ি মোড়, কেডি এ এভিনিউ হয়ে ময়লাপোতা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাথায় লাল সবুজের পতাকা, ফেস্টুন ও পাতাকা শোভা পায়।