খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

দাকোপে অন্তর্ভূক্তিমূলক এলাকাভিত্তিক দুর্যোগ সর্তক বার্তা বিষয়ক কর্মশালা

দাকোপ প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর আয়োজনে অন্তর্ভূক্তিমূলক এলাকা ভিত্তিক দুর্যোগ সর্তক বার্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিবিএম গ্লোবাল’র আর্থিক সহযোগিতায় ও ডিআইডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় ডিসিএফ এর বাস্তবায়নে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু।
উপজেলা সমাজসেবা অফিসার প্রজিত রায়ের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরএম অফিসার জলন্ত ত্রিপুরা’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, আইসিটি অফিসার সমীর বিশ্বাস, যুব উন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সহকারী অফিসার মোঃ আব্দুল­াহ আল মাহমুদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল বাশার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল ও সাংবাদিক মামুনুর রশীদ। অন্যান্যের মধ্যে বক্ততা করেন ইউপি সদস্য মোঃ জাহিদ হোসেন, সুশান্ত কুমার ঢালী, নবলোক ম্যানেজার ইকবাল হাসান, সিপিপি টিম লিডার দেবাশীষ ঢালী, কারিতাসের রাসেল ইসলাম, প্রীতিলতা সরকার, প্রভাতি রায়,মানস মন্ডল, সালমা খাতুন, প্রতিবন্ধী সদস্যদের পক্ষ থেকে শিলা মন্ডল, তপু চক্রবর্তী, উত্তম শীল, সালমা খাতুন ও রেক্সনা বেগম প্রমুখ।