খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

চিতলমারীতে পুলিশের অভিযানে দেড় কেজি গাঁজাসহ যুবক আটক

চিতলমারী প্রতিনিধি |
১১:৫৪ পি.এম | ১৮ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটের চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে জিহাদ (৪৩) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। সে উপজেলার কুনিয়া গ্রামের মৃত মুনছুর আলী শেখের ছেলে। তাকে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মোঃ জাহিদুল ইসলাম ওরফে জিহাদকে আটক করে। তাঁর বিরুদ্ধে মাকদদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।