খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

দেবহাটায় মাদ্রাসার ৩য় তলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

দেবহাটা প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


দেবহাটার চক-মোহাম্মাদালীপুর হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার ৩ তলা ভবনের ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার সখিপুর ইউনিয়নের চক-মোহাম্মাদালীপুর গ্রামে উপস্থিত থেকে উদ্বোধন কাজে অংশ নেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলফেরদাউস আলফা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন ময়না, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সখিপুর ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব আলী সরদার, সেক্রেটারী আফসার আলী, ভোমরা বন্দরের ব্যবসায়ী মনিরুল ইসলাম, স্থানীয় জামায়াত নেতা আবুল কাশেম, ব্যবসায়ী মীর আজগর আলী, মাদ্রাসার পরিচালক আমজাদ আলী বিশ্বাস, স্থানীয় সমাজসেবক মারুফ হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করা হয়।  
মাদ্রাসার প্রতিষ্ঠাতা সাবেক ইউপি চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না বলেন, বিভিন্ন এলাকার গরীব, অসহায় ও এতিম ছেলেদের দ্বীনের শিক্ষা দিতে মাদ্রাসাটি ২০২১ সালে প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে শিক্ষার্থীর তুলনায় অবকাঠামো সংকট ও কোরআন শিক্ষা প্রসারে শিক্ষার্থীদের হেফজ বিভাগ ও অবসান ব্যবস্থা করতে বহুতল ভবন নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে ওই ভবনে একটি গবেষণাগার চালু করা হবে। যার মাধ্যমে হেফজ বিভাগ ঝড়ে পড়া শিক্ষার্থীদের মাদ্রাসা পর্যায়ে সর্বোচ্চ পড়ালেখার সুযোগ তৈরিসহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। পাশাপাশি মাদ্রাসাটির নির্মাণ কাজে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি। মাদ্রাসা নির্মাণ ও গরীব, অসহায় ও এতিম ছেলেদের দ্বীনের শিক্ষার প্রসারে সহযোগিতা প্রদানে ০১৭৩৩-৮৫৯১২৪ অথবা ০১৮৩৪-৫৫৮০৪৮ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়।