খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

দেবহাটায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা

দেবহাটা প্রতিনিধি |
১১:৫২ পি.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে দেবহাটায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কামটা পাওয়ার হাউজ সংলগ্ন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমিতে এ পরীক্ষা নেওয়া হয়। এতে উপজেলার ১২টি প্রতিষ্ঠানের ২২৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে তাদের মেধা যাচাই করে। 
পরীক্ষায় হল সুপারের দায়িত্ব পালন করেন দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল ইমদাদুল হক এবং কেন্দ্র সচিব ছিলেন জেলা এসোসিয়েশনের আব্দুল হাই। দারুস সালাম প্রি-ক্যাডেট একাডেমির প্রিন্সিপাল ইমদাদুল হক বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। এতে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। কেননা কিন্ডারগার্টেন স্কুলে অধিকাংশ শিক্ষার্থী মেধাবী। যারা পরবর্তীতে সরকারি স্কুলে ভর্তি হয়ে পরীক্ষায় ভাল ফলাফল করে। অথচ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে তাদেরকে বাইরে রাখা হচ্ছে। আগামীতে অনুষ্ঠিতব্য কিন্ডারগার্টেনে অধ্যয়ণরত শিক্ষার্থীদের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অন্তর্ভূক্তকণের দাবি জানান তিনি।