খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

অসুস্থ স্ত্রীকে বাঁচাতে সহযোগিতার আবেদন সংবাদপত্র পরিবেশক মোমিন গাইন

কপিলমুনি (পাইকগাছ) প্রতিনিধি |
১১:৫৩ পি.এম | ১৯ ডিসেম্বর ২০২৫


কপিলমুনি নিউজ এক্সপ্রেস খ্যাত মোমিন গাইন প্রিয়তম স্ত্রীকে বাঁচাতে ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন সরকারি দপ্তর সহ সমাজের বিত্তবানদের দ্বারে দ্বারে। জরায়ুতে টিউমারে আক্রান্ত হয়ে এখন সেটা মরণ ব্যাধি ক্যান্সারে রূপ নিয়ে বিনা চিকিৎসায় ধুকছে। 
মোমিন গাইন অভাব অনটনের সংসারে স্ত্রী ভানু বিবির হাত ধরে পার করেছেন তিন যুগেরও বেশি সময়। দুই ছেলে তাদের সংসার চালাতে নিজেরাই হিমসিমের মধ্যে। দ্রুতগতি খ্যাত ৭৩ বছর বয়সী মোমিন গাইন নিজেও বয়সের ভারে ও অসুস্থতায় ছুটে চলেছে পাঠকের হাতে দৈনন্দিন সংবাদপত্রটি পৌঁছে দিতে। এদিকে স্ত্রী ভানু বিবিকে চিকিৎসা করাতে প্রচুর অর্থের প্রয়োজন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সংবাদপত্রের সাথে থাকতে চাওয়া মোমিন গাইনের আয় সীমিত। কঠোর পরিশ্রমের মধ্যে কোন রকম সংসারটা চলছে তার। সেখানে আবার স্ত্রীর ব্যয় বহুল চিকিৎসা। সব মিলিয়ে আজ মোমিন দিশেহারা। প্রতিটি মুহূর্ত কাটছে ভাবনা আর নির্ঘুম রাত। প্রতিনিয়ত স্ত্রীকে সেবা করছেন নিজের হাতেই, গোসল, ওষুধ, খাবার খাওয়ানোসহ সকল দৈনন্দিন দায়িত্ব পালন করে আবার ছুটে চলেছে নিজ প্রিয় পেশায় পাঠকের হাতে সবার আগে পছন্দের সংবাদপত্রটি তুলে দিতে। সংবাদপত্র সেবী মোমিন গাইন স্ত্রী ভানু বিবির জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা ও দোয়া চেয়েছেন। বিকাশ/নগদ নম্বর ঃ ০১৯৯১- ৮৬৩৮০৮। আপনাদের সামান্য সহযোগিতায় প্রিয়তম স্ত্রীকে সুস্থ করে বাকি জীবন এক সাথে কাটাতে চাই মোমিন গাইন।