খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

খুলনা বেতার কেন্দ্র পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় আমরা খুলনাবাসীর প্রতিবাদ সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ২০ ডিসেম্বর ২০২৫


খুলনা বেতার কেন্দ্রের সকল অনুষ্ঠান পূর্ণাঙ্গ ভাবে চালু, সংস্কার ও উন্নয়ন না হওয়ায় শুক্রবার বিকেল সাড়ে ৩টায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠন সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে মোঃ জামাল মোড়লের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুথানে খুলনা বেতার ব্যাপক ক্ষতি হলেও এখন পর্যন্ত বেতারের কোনো সংস্কার ও উন্নয়ন না হওয়ায় খুলনার প্রতি সকল ক্ষেত্রে বৈষম্য করা হয়েছে। খুলনা বেতারের জন্য ২০২৪-২৫ অর্থ বছরের যে বাজেট ছিল তার থেকে কর্তন করে অর্থ ফেরত নেওয়ায় খুলনা বেতারের সকল অনুষ্ঠান পরিচালনায় বাধাগ্রস্ত হওয়ায় নাম মাত্র স্টুডিও দিয়ে একটি পূর্ণাঙ্গ বেতারকে পরিক্ষামূলক কেন্দ্র হিসাবে চালানো হচ্ছে। শিশগিরই খুলনা বেতারের শিল্পীদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ, বেতারের সংস্কার ও উন্নয়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহŸান জানান নেতৃবৃন্দ। 
এতে বক্তৃতা করেন বৃহত্তর আমরা খুলনাবাসীর সহ-সভাপতি মোঃ সিরাজ উদ্দিন সেন্টু, মোঃ কামরুল ইসলাম কামু, জিএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, মোঃ কামরুল ইসলাম ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ সাকিল আহমেদ রাজা, আঃ রাজ্জাক, তালুকদার মোঃ হেলালুজ্জামান, খন্দকার তৈয়েবুল ইসলাম, মোঃ সবুজুল ইসলাম, মোঃ খায়রুল আলম, লিটন মিত্র, মোঃ মনিরুজ্জামান মিলন, মোঃ জাহিদ আরেফিন, মোঃ মামুন অর রশিদ, মোঃ মেজবা উদ্দিন পাপ্পু, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।