খুলনা | শনিবার | ২০ ডিসেম্বর ২০২৫ | ৬ পৌষ ১৪৩২

তেরখাদার পানতিতায় আজিজুল বারী হেলাল

শহীদ ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত

খবর বিজ্ঞপ্তি |
০১:৩৮ এ.এম | ২০ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ ওসমান হাদীর ওপর হামলা আমাদের গণতন্ত্রের ওপর সরাসরি হামলার শামিল। তিনি বলেন,ওসমান হাদী একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন। তাকে কে বা কারা হত্যা করেছে, তা দ্রুত খুঁজে বের করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে হাদী হত্যার বিচার দাবি করতে গিয়ে যেন কেউ দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে না পারে, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার দুপুরে তেরখাদা উপজেলার পানতিতা এলাকায় বিল্লাল হোসেনের বাড়িতে তালিমপ্রাপ্ত নারীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
দোয়া মাহফিলের শুরুতে জুলাই অভ্যুত্থানের সামনের সারির নেতা শহীদ ওসমান হাদীকে স্মরণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে বিকেল সাড়ে তিনটায় মোল্লা দেলোয়ার হোসেন দিলুর নেতৃত্বে দোয়া অনুষ্ঠিত হয়।
বিকেলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আজিজুল বারী হেলাল। এতে সভাপতিত্ব করেন শ্রীফলতলা ইউনিয়ন সার্চ কমিটির সদস্য শরিফুল ইসলাম বকুল এবং সঞ্চালনা করেন শাহাবুদ্দিন ইজারাদার। 
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, শেখ আলী আসগর, আনিসুর রহমান আনিস, রিয়াজ মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা সেতারা বেগম, রেহেনা ইসলাম, সিনথিয়া, উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, আলমগীর হোসেন লালন, শফিকুল ইসলাম বাচ্চু, হাবিবুর রহমান বেলাল, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মোশারেফ শিকদার, শিহাবুল ইসলাম সিহাব, শেখ জাহিদুর রহমান, শামিম জমাদ্দার, মর্জিনা বেগম ও বোরহান উদ্দিন লিটু প্রমুখ।