খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

তৃণমূলের সিদ্ধান্তে জাপার মনোনয়ন পত্র কিনলেন না সাংবাদিক নজরুল ইসলাম

তালা প্রতিনিধি |
১১:৩৮ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সাতক্ষীরা-১ আসনের তালা-কলারোয়া উপজেলার নির্বাহী কমিটির যৌথ মতবিনিময় সভায় তৃণমূলের নির্দেশনা উপেক্ষা করে ও জেলা কমিটির প্রেরিত নামের তালিকার প্রতি অবজ্ঞা করে বিতর্কিত ব্যক্তি দলীয় মনোনয়ন দাখিল করায় তৃণমূল মনোনীত একক প্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম দলীয় মনোনয়ন ক্রয় ও জমাদান থেকে বিরত থাকার সিধান্ত নিয়েছেন।  
রোববার বেলা ১১টায় দুই উপজেলার জাতীয় পার্টির যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি ও তালা উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। যৌথ সভায় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদের সার্বিক তত্ত¡াবধানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি ও কলারোয়া উপজেলা সভাপতি এম.মুনছুর আলী। উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল­াহেল আলীম বাবু, তালা উপজেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম, সি.সহ-সভাপতি এড. জিল­ুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি মাষ্টার আব্দুল আজিজ, তালা ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, খলিলনগর ইউনিয়ন সাধারণ সম্পাদক এস.এম জাহাঙ্গীর হাসান, নগরঘাটা ইউনিয়ন সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সরুলিয়া ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম খোকা, খলিশখালী ইউনিয়ন সভাপতি নুুরুল ইসলাম মোল­া, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান, তেঁতুলিয়া ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ডাঃ শহিদুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন সভাপতি সাবেক মেম্বর শেখ আবুল কাশেম, সাধারণ সম্পাদক নাজমুল আলম, খেশরা ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, জাপা নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, আব্দুল লতিফ শেখ, আব্দুর রহিম খাঁ বুধো, রহমত আলী গোলদার, ডাঃ রনজিত চৌধুরী, তালা উপজেলা ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চু, তেঁতুলিয়া ইউনিয়ন সভাপতি মোঃ ফয়সাল হোসেন, ধানদিয়া ইউনিয়ন সভাপতি আহসান হাবীব, নগরঘাটা ইউনিয়ন নেতা তানভীর ফেরদৌস, মালেশিয়া সভাপতি আমিনুর ইসলাম রানা, উপজেলা মহিলা পার্টির নেত্রী নমিতা রানী পাল প্রমুখ।