খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

ফুলতলায় ৩ আ’লীগ কর্মী গ্রেফতার

ফুলতলা প্রতিনিধি |
১১:৩৮ পি.এম | ২১ ডিসেম্বর ২০২৫


অপারেশন ডেবিল হান্ট ফেজ-২ এর আওতায় ফুলতলা থানা পুলিশ গত দুই দিনে ৩ আওয়ামীলীগ কর্মীকে গ্রেফতার করে। থানা পুলিশের এসআই শফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাতে দামোদর গ্রাম থেকে মজিদ শেখের পুত্র ও ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবুল শেখ (৪২), জামিরা গ্রামের মকিম গাজীর পুত্র ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গাজী আঃ হামিদ (৬০) এবং ধোপাখোলা গ্রামের আজিজুল হক মোল্যার পুত্র ও জামিরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান (৪২) কে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।