খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

খুলনা টিটিসিতে জব ফেয়ারের উদ্বোধন

খানজাহান আলী থানা প্রতিনিধি |
১২:৩৩ এ.এম | ২২ ডিসেম্বর ২০২৫


খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রোববার বেলা ১১টায় জব ফেয়ার উদ্বোধন করা হয়। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান জব ফেয়ারের উদ্বোধন করেন।
জব ফেয়ার পরিচালনা কমিটির সভাপতি ইন্সট্র্যাক্টর প্রণব কুমার সাহার সভাপতিত্বে সদস্য সচিব চীফ ইন্সট্র্যাক্টর হায়দার হোসেনের পরিচালনায় উপস্থিত ছিলেন জব ফেয়ার পরিচালনা কমিটির সদস্য সিনিয়র ইন্সট্র্যাক্টর শিব শংকর হাওলাদার, সদস্য সানজিদা আক্তার, হযরত আলী বুলেট, গৌরাঙ্গ কুমার পাল, রবীন্দ্রনাথ মন্ডলসহ খুলনা টিটিসি’র ইন্সট্র্যাক্টর, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জব ফেয়ারে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), প্রাণ-আরএফএল, ব্র্যাক, আকিজ গ্র“প, হ্যামকো গ্র“প, সিঙ্গার, ওয়ালটন, বসুন্ধরা গ্র“পসহ দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করেন।