খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

নড়াইল-২ আসনে বিএনপি’র প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্র সংগ্রহ

নড়াইল প্রতিনিধি |
১২:৩৯ এ.এম | ২২ ডিসেম্বর ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত নড়াইল-২ আসনে (নড়াইল সদর ও লোহাগড়া উপজেলা) সংসদ সদস্য পদপ্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার দুপুরে নড়াইল জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের কাছ থেকে বিএনপি’র একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় নির্বাচন অফিসার মোঃ আব্দুস ছালেক, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এড. ইকবাল হোসেন সিকদার, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, তবিবুর রহমান মনু জমাদ্দার, নড়াইল জজ কোর্টের পিপি এড.এস এম আব্দুল হক, বিএনপি নেতা মুন্সী শাহিন উল­াহ মোহন, জেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল, সাবেক সহ-সভাপতি অশোক কুন্ডু, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. তারিকুজ্জামান লিটু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, নড়াইল পৌর বিএনপি’র সাবেক সভাপতি আজিজুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি শিরিন জামান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি মোসাঃ মধুমিতাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম বলেন অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে অবহেলিত নড়াইলের উন্নয়নের জন্য কাজ করবেন। এখানে শিক্ষাখাত স্বাস্থ্য খাতসহ রাস্তাঘাটের উন্নয়ন সর্বোপরি মানুষের জীবনযাত্রা উন্নয়নে নিবেদিতভাবে কাজ করবেন। তিনি সাবেক সকল প্রধানমন্ত্রী চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি ধানের শীষে ভোট কামনা করেন।