খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

রূপসায় বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

রূপসা প্রতিনিধি |
১২:৪০ এ.এম | ২২ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় রোববার সকালে রূপসার ঘাটভোগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডবাসীর আয়োজনে কুদ্দুস মেম্বারের বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা-৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল। ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক এস এম আঃ মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল­া খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল কবীর সজল, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মলি­ক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, সদস্য শেখ আঃ রশিদ, আরিফুর রহমান, শেখ আনিসুর রহমান আনিস, রিয়াজুল ইসলাম মোল­া। ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সার্চ কমিটির সদস্য মিকাইল বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন ইউপি সদস্য বিএনপি নেতা আঃ কুদ্দুস কাজী। এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, বিএনপি নেতা হাসিবুর রহমান, সাইফুল ইসলাম পাইক, জেলা মহিলাদল নেত্রী শাহানাজ ইসলাম, রূপসা উপজেলা যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম বাচ্চু, যুব মহিলাদল নেত্রী সারমিন আক্তার আঁখি, বিএনপি নেতা আবুল কাশেম কালা, বুলবুল লস্কর, রউফ শিকদার, সৈয়দ নিয়ামত আলী, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল, মোঃ রয়েল, মাসুদ হোসেন, আজিজুল ইসলাম, খায়রুল আলম খোকন, কামরুজ্জামান নান্টু, মোকররম হোসেন, শাকিল আহম্মেদ, মাওঃ আবু সালেহ লস্কর, সাহেব আলী শেখ, আইরিন আক্তার, স্বপ্না পাল, ইউপি সদস্য বিনোদিনী পাল, রেশমা আক্তার, শরিফা ইয়াসমিন, শিরিনা পারভিন, মনিরা বেগম, আসলাম লস্কর প্রমুখ।