খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৭ পৌষ ১৪৩২

সাতক্ষীরায় ছুরিকাঘাতে অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মাহিন আহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:৪২ এ.এম | ২২ ডিসেম্বর ২০২৫


সাতক্ষীরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছে ইয়ং টাইগারস্ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সদস্য মাহিন ইসলাম (১৬)। শনিবার সন্ধ্যায় শহরের পল­ীমঙ্গল হাইস্কুলের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাহিনের ভগ্নিপতি মোঃ ওয়াইজ হুসাইন ওরফে দিপু বাদী হয়ে সদর থানার অভিযোগ করেছেন। ক্রিকেটার মাহিন ইসলাম সাতক্ষীরা শহরের পাড়া এলাকার নুর ইসলামের ছেলে। 
বাদী দিপু জানান মাহিন সাতক্ষীরা ইয়ং টাইগারস্ অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুনামেন্টের সাতক্ষীরা জেলার একজন বাছাইকৃত খেলোয়াড়। অনূর্ধ্ব ১৮ ক্রিকেট বিভাগীয় পর্যায়ে জেলা ভিত্তিক খেলা আগামী ২২ ডিসেম্বর খুলনায় অনুষ্ঠিত হবে। সাতক্ষীরা ও যশোর জেলা টিমের মধ্যকার খেলায় আমার শ্যালক একজন বামহাতি স্পিন বোলার। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পল­ীমঙ্গল স্কুলের সামনে দিয়ে যাওয়ার পথে অজ্ঞাতনামা ২/৩ জন মাহিনের পথরোধ করে বাম হাতের বাহুতে ধারালো চাকু দিয়ে খোঁচা মেরে কাটা রক্তাক্ত জখম করে। এ সময় দুর্বৃত্তদের একজন বলে “তোর জন্য আমার ছোট ভাই আজকে টুর্নামেন্টে চান্স পেল না,  তুই এই টুর্নামেন্টে খেলা করতে পারবি না”। খেললে তাকে খুন জখম করার হুমকি প্রদান করে তারা। এক পর্যায়ে মাহিনের ডাক চিৎকারে হামলাকারিরা দ্রুত পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। তাকে স্থানীয় গ্রাম ডাক্তার দিয়ে চিকিৎসা করা হয়েছে। 
ক্রীড়া সংস্থার প্রতিনিধি জিল­ুর রহমান জানান খুলনায় অনুষ্ঠিতব্য ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য স¤প্রতি সাতক্ষীরা জেলায় খেলোয়াড় বাছাই করা হয়। বাছাইতে মাহিন ইসলাম একজন বামহাতি স্পিন বোলার হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়। ধারণা করা হচ্ছে বাছাইতে অন্তর্ভুক্ত হতে পারেনি এমন কোন ক্রিকেটারের আত্মীয়রা এই এই ধরনের জঘণ্য ঘটনা ঘটাতে পারে। 
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।