খুলনা | সোমবার | ২২ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

পুলিশ রিপোর্ট আসার ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: আইন উপদেষ্টা

খবর প্রতিবেদন |
০২:২৫ পি.এম | ২২ ডিসেম্বর ২০২৫


পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে শরিফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে— এমনটা নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ (সোমবার, ২২ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন, ২০০২ এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে।’

এদিকে শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ‘শহীদ হাদি চত্বরে’ সংবাদ সম্মেলন করে হাদির সংগঠন ইনকিলাব মঞ্চ।

সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের অভিযোগ করেন, এই হত্যা নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চ বলছে, বিচারে ২৪ ঘণ্টার মধ্যে ট্রাইব্যুনাল গঠন এবং তদন্তের প্রয়োজনে এফবিআইকে যুক্ত করতে হবে।

গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়। এর একদিন পর ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তিনি মারা যান। তার মরদেহ গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়। এরপর মরদেহ রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের মর্গে।

এর পরদিন শনিবার (২০ ডিসেম্বর) সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ আবার নেয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। পরে সেখানে গোসল শেষে দুপুরে জানাজার জন্য মরদেহ নেয়া হয় জাতীয় সংসদ ভবন এলাকায়। হাদির মৃত্যুর ঘটনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোক পালিত হয়।