খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৮ পৌষ ১৪৩২

বাগেরহাটে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার জাকিরের নির্বাচনী প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
১২:৫৩ এ.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন। সোমবার বিকালে বাগেরহাট খানজাহান আলী (রহঃ) এর মাজার জিয়ারত করেন। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় সহগ্রাধিক নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি প্রথমবারের মতো নির্বাচনের অংশগ্রহণ করতে যাচ্ছি। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহŸান জানান । 
শুধু বাগেরহাটে নয় সারাদেশে ধানের শীষের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহŸান জানাচ্ছি। আগামীতে ধানের শীষ প্রতীক নিয়ে সরকার গঠন করবে এবং দেশের সার্বিক উন্নয়নের ব্যাপারে জাতীয়তাবাদী দল বিএনপি কাজ করে যাবে এমনটাই প্রত্যাশা করেন তিনি।
তিনি আরও বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। আমরা তার রোগ মুক্তি কামনায় দোয়া করেছি। আগামীকাল ২৫ ডিসেম্বর বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসবেন এবং নেতা কর্মীদের যে বার্তা দিবেন সেই অনুযায়ী আমরা কাজ করে যাব।