খুলনা | মঙ্গলবার | ২৩ ডিসেম্বর ২০২৫ | ৯ পৌষ ১৪৩২

জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে খুলনায় শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক |
০৬:৫৫ পি.এম | ২৩ ডিসেম্বর ২০২৫


শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে খুলনার বয়রা শাখায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ নিজাম উদ্দীন।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবে মানবিক সংগঠনগুলোর এগিয়ে আসা অত্যন্ত জরুরী। জাগরনী চক্র ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

এসময় জাগরনী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: আজাদুল কবির আরজুর দীর্ঘায়ু কামনা করা হয়।

জাগরনী চক্র ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় এবং শাখা ব্যবস্থাপক অমর কৃষ্ণ সানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপ্পান মির্জা, স্বাস্থ্য কর্মকর্তা নীলা চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।