খুলনা | বুধবার | ২৪ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

মাতাল হয়ে পথ খুঁজে পাচ্ছেন না ইংলিশ ক্রিকেটার, ভিডিও ভাইরাল

ক্রীড়া প্রতিবেদক |
০১:৫১ পি.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


মাত্র ১১ দিনে অ্যাশেজ হেরেছে ইংল্যান্ড। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ইংলিশ ক্রিকেটারের বেন ডাকেটের একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। ভিডিওতে শোনা যাচ্ছে, অতিরিক্ত মদ্যপান করে হোটেলের পথ হারিয়ে ফেলেছেন তিনি। যদিও ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে ইংল্যান্ড ক্রিকেট (ইসিবি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাটি তৃতীয় টেস্টের আগে। ভিডিওতে শোনা যায়, ডাকেট মদ্যপ অবস্থায় কয়েকজনের সঙ্গে কথা বলছেন। যদিও কাদের সঙ্গে কথা বলছেন তা দেখা যায়নি। তিনি কোথায় থাকেন, সেই প্রশ্ন করা হলে ডাকেট তা জানেন না বলে উত্তর দেন। এ সময় একজন ডাকেটকে ব্যঙ্গ করে বলেন, ‘নেটে যাওয়ার জন্য তোমাকে একটা উবার ডেকে দিই, নাকি? সেটাই বোধ হয় ভালো হবে।’

এমন ভিডিও প্রকাশের কয়েকঘন্টা আগেই ইংলিশদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি ঘোষণা দিয়েছিলেন সানশাইন কোস্ট রিসোর্ট শহরের সফরটি নিয়ে তদন্ত করা হবে।

নুসায় চারদিনের ওই সফরটিকে ইসিবি ছুটি হিসেবে ধরেনি। এক বছর আগেই দলটির প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম এই সফরের পরিকল্পনা করে। যার মূল লক্ষ্য ছিল খেলোয়াড়দের সতেজ করা। কোনো অনুশীলন সূচি ছিল না তখন।

পরবর্তী টেস্টে অ্যাডিলেডে তুলনামূলক ভালো পারফরম্যান্স করলেও ইংল্যান্ড পরাজিত হয় ৮২ রানে। ফলে পাঁচ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া মাত্র ১১ দিনেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

মেলবোর্নে শুরু হতে যাওয়া চতুর্থ টেস্টের আগে রব কি বলেন, সফরটি তিনি খতিয়ে দেখবেন, তবে তার বিশ্বাস খেলোয়াড়রা, ‘খুব ভালো আচরণই করেছে।’

ইংল্যান্ডের নির্ভরযোগ্য ব্যাটারদের একজন বেন ডাকেট। এরপরও অ্যাশেজে ভালো করত পারেননি তিনি। ৩ টেস্টে এখন পর্যন্ত ৯৭ রান করেছেন ১৬.১৬ গড়ে। সর্বোচ্চ এসেছে ২৯ রান।