খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

নিহতের বাড়ি দিঘলিয়ার করোনিতে : ‘আমার ছেলেকে কেন মারলো, সে তো কোনো অপরাধ করেনি’

মগবাজার ফ্লাইওভার থেকে ‘ককটেল নিক্ষেপ’ উড়ে গেল যুবক সিয়ামের মাথার খুলি

খবর প্রতিবেদন |
০৯:১৬ পি.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


রাজধানীর মগবাজার এলাকায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে সিয়াম মজুমদার (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এতে তার মাথার খুলি উড়ে গেছে। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মগবাজার ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। নিউ ইস্কাটন রোডের জাহিদ কার ডেকোরেশন নামে একটি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন সিয়াম। 
খুলনার দিঘলিয়া উপজেলার করোনি গ্রামের আলী আকবর ও সিজু বেগমের ছেলে সিয়াম। বর্তমানে ইস্কাটন রোডের ২০০০ গলিতে থাকতেন তিনি। ইস্কাটন রোডে জাহিদ কার ডেকোরেশনে তিনি কাজ করতেন।
সরেজমিনে দেখা যায়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনের ফুটপাতে ফারুকের চায়ের দোকান। ফারুক সংবাদ মাধ্যমকে বলেন, ‘এক তরুণ এক কাপ চা দিতে বলেছিল। কয়েক সেকেন্ড পর ওই তরুণের মাথায় কিছু একটা পড়ল। এর সঙ্গে সঙ্গেই মাথার ছিন্ন-ভিন্ন অংশ চায়ের কেটলিতে এসে পড়ে। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ফ্লাইওভারের ওপর থেকে শক্তিশালী ককটেল ছোড়া হয়। এটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সিয়াম গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। 
ফারুক চা স্টলের মালিক ফারুক বলেন, সিয়াম আমার কাছে চা খেতে আসে। আমি কাপ ধোয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় হঠাৎ বিকট শব্দ। এরপর দেখলাম সিয়াম মাটিতে পড়ে গেছে। মাথা থেকে রক্ত বের হচ্ছে। মাথার ঘিলু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে।
ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনী এলকা ঘিরে ফেলে। শক্তিশালী ওই ককটেলের আলামত সংগ্রহ করে বোম্ব। আর মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই সাইদুর রহমান তার মৃতদেহ উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। 
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, ককটেলটি ফ্লাইওভার থেকে ছুড়ে মারা হয়েছে। এটি শক্তিশালী ককটেল। ধারণা করা হচ্ছে, ককটেলটি সরাসরি তরুণের মাথায় পড়ে সেটি বিস্ফোরিত হয়। এ কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। 
হাসপাতালে নিহত সিয়ামের সহকর্মী অহিদুল হাওলাদার জানান, নিউ ইস্কাটনে জাহিদ কার ডেকোরেশনের কর্মচারী সিয়াম। গত ৩-৪ বছর যাবৎ এখানে কাজ করে সে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দোকানে কাজ সেরে চা পান করার জন্য বের হয়েছিল সিয়াম। চা পান করেই চলে আসবে। এর আধাঘণ্টা পর দোকানে এসে কয়েকজন খবর দেয়, তাদের দোকানের কর্মচারী সিয়াম মারা গেছে। রাস্তায় তার লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে তারা দোকান থেকে ঘটনাস্থলে গিয়ে সিয়ামের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। তিনি জানান, সিয়াম অবিবাহিত। তার বাবা সিএনজি অটোরিকশা চালক।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সিয়ামের মা-বাবা ও ভাই ঘটনাস্থলে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। নিহতের বাবা আলী আকবর বলেন, ‘আমি গরিব মানুষ। আমি কোন রাজনীতি করিনি। সন্ত্রাসীরা আমার ছেলেকে কেন মারল। আমার ছেলে তো কোন অপরাধ করিনি। সন্ত্রাসীদের কারণে রাস্তায় কী চলা যাবে না? আমার ছেলে খুনের বিচার চাই।’ 
নিহতের মা শিজু বেগম আর্তনাদ করে বলেন,‘ সিয়াম তুই কই, আমার কোলে ফিরে আয়। আমার বুক খালি হয়ে গেল। বাপ তুই বুকে আয়।’ কথা বলতে বলতে তিনি অচেতন হয়ে পড়েন। স্বজনরা তার চোখেমুখে পানি দেন। মিনিট দুয়েক পরে চেতনা ফিরে পেয়ে আবার আর্তনাদ করতে থাকেন তিনি। ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং পুলিশের রমনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছুটে যান ঘটনাস্থলে। এছাড়া সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট আলামত সংগ্রহ করে।
সিয়ামের ছোট ভাই সিজান মজুমদার জানান, নিউ ইস্কাটন রোডে একটি বাসায় তারা ভাড়া থাকেন। তাদের গ্রামের বাড়ি খুলনা জেলায়। সাড়ে চার বছর আগে তাদের দুই ভাইকে নিয়ে বাবা মা ঢাকায় চলে আসেন। বাবা আলী আকবর ঢাকায় রিকশা চালান। চার বছর ধরে সিয়াম ইস্কাটন রোডে কার ডেকোরেশনের দোকানে কাজ করছিলেন। আজ (বুধবার) সকাল ৯ টায় বাসা থেকে বের হন সিয়াম। কর্মস্থল থেকে রাতে বাসায় ফেরার কথা ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিচে নিক্ষেপ করা হয়েছে। এটি সিয়ামের মাথায় গিয়ে পড়ে। এতে তার মাথা দ্বিখন্ডিত হয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই পথচারী ফুটপাতের দোকানে চা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। 
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিএমপির প্রেরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মগবাজার ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের ছোঁড়া বিস্ফোরক দ্রব্যের আঘাতে সিয়াম নিহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দুষ্কৃতকারীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ তৎপর রয়েছে।
ডিএমপি জানায়, ঢাকায় চলমান চেকপোস্ট ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত ও ধারাবাহিক ককটেল সন্ত্রাসেরই অংশ। যার উদ্দেশ্য জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানো। এই ঘটনার সাথে জড়িতদের বিষয়ে কোন তথ্য থাকলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে অবহিত করার জন্য নগরবাসীকে অনুরোধ করে ডিএমপি।