খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

আশাশুনিতে সিএসও এবং সিটিজেনস গ্র“প সদস্যদের প্রশিক্ষণ

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১১:৪০ পি.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


রূপান্তরের আয়োজনে ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় দুইদিন ব্যাপী সিএসও সিটিজেনস সদস্যদের তৃণমূল এন্ড এডভোকেসী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি উপজেলা সিএসও এবং সিটিজেনস গ্র“প সদস্যদের অংশগ্রহণে খুলনা সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সেবা প্রদানকারী সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম সম্পর্কে সদস্যদের সচেতনতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সেবা প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে গ্র“প ভিত্তিক কর্মপরিকল্পনা করা হয়।
প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পলিসি এন্ড গভর্নেন্স স্পেশালিস্ট রঞ্জন কুমার ঘোষ ও স্টেকহোল্ডার এনগেজমেন্ট এক্সপার্ট সাঈদ মাহাদী। প্রশিক্ষণ সমন্বয় কারীর দায়িত্ব পালন করেন রূপান্তরের কো-অর্ডিনেটর ক্যাপাসিটি বিল্ডিং মোছাঃ জোহুরা খাতুন মীরা। মঙ্গলবার রাত ৮ টায় প্রশিক্ষণ সমাপনীতে বক্তব্য রাখেন আশাশুনি সিএসও সিটিজেনস গ্র“প এর সভাপতি জি এম মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া ইকবাল প্রমুখ। এ ধরণের প্রশিক্ষণ তাদের স্থানীয় বিভিন্ন ইস্যু নির্বাচন ও সমাধান কল্পে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ ছাড়াও ইতিবাচক মনোভাব ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে অর্জিত জ্ঞান স্থানীয় পর্যায়ে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে নাগরিক সেবা প্রদান বিষয়ক প্রক্রিয়াকে আরও বাস্তবসম্মত ও টেকসই করবে।