খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নড়াইলে নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ

নড়াইল প্রতিনিধি |
১১:৪৩ পি.এম | ২৪ ডিসেম্বর ২০২৫


শেষ হচ্ছে অপেক্ষার প্রহর, দিগন্তের বুক চিরে উঠছে নতুন সূর্য। দীর্ঘ সময় নির্বাসন জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরছেন বিএনপি’র  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তনে নড়াইল জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। প্রিয় নেতাকে বরণ করতে ও স্বাগত জানাতে হাজারো নেতাকর্মী ও সমর্থক ঢাকায় অবস্থান করছে।
নড়াইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন,  বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় নেতা গণতন্ত্রের মানসপুত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করতে জেলা বিএনপি স্বতঃস্ফূর্ত প্রস্তুতি গ্রহণ করেছে। নড়াইল জেলা থেকে প্রায় ১৫ হাজার নেতা কর্মী সমর্থক ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। বুধবার দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বাসভবনে গিয়ে দেখা যায় বাসার সামনে নেতাকর্মীদের জন্য রান্নাবান্নার কাজ চলছে। এছাড়া জেলা ও শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রতিদিন প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দলীয় নেতাকর্মীর পাশাপাশি সাধারণ ভক্ত সমর্থক অনুরাগীদের মাঝে কৌতূহল দেখা দিয়েছে। তারেক রহমানের হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্রের নবযাত্রা সূচিত হবে এমন প্রত্যাশা সকলের।
সাধারণ নেতাকর্মীরা বলেন, আমরা এই দিনটির জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসছেন, এর চেয়ে বড় পাওনা আর কি হতে পারে। তারেক রহমানের হাত ধরেই দেশে গণতন্ত্রের পুনজাগরণ সৃষ্টি হবে, মানুষ তার অধিকার ফিরে পাবে। দেশ হবে উন্নয়নশীল সুখী সমৃদ্ধ বাংলাদেশ। আমরা ঢাকার ৩শ’ ফিট এলাকায় অবস্থান নিয়ে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেব।