খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

ডিসি ট্রাফিক পুলিশের সাথে আমরা খুলনাবাসীর মতবিনিয়

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


নগরীর সড়কের নিয়ম শৃঙ্খলা আরো উন্নত ট্রাফিক পুলিশের জন বল বৃদ্ধি ও নিরাপদ সড়কের দাবিতে বুধবার দুপুর ১২টায় পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার শফিকুল ইসলামের সাথে জোড়াগেটসহ তার কার্যালয়ে বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ বলেন, সড়কের শৃঙ্খলা ফেরাতে আরো উন্নত ব্যবস্থা গ্রহণ বিভিন্ন সড়কের ক্রসিং তুলে নেওয়া, লাইসেন্স বিহীন ইজি বাইক শহরে ঢুকে যাতে যানজট তৈরি করতে না পারে তার ব্যবস্থা নেওয়া, ট্রাফিক পুলিশের লোকবল বৃদ্ধি, আধুনিক ট্রাফিক ব্যবস্থা চালুসহ নিরাপদ সড়কের দাবির কথা বললে পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি নেতৃবৃন্দের কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন এবং বলেন আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক সময় উপযোগী আপনাদের কথাগুলো উর্ধ্বতন কৃর্তপক্ষের মাধ্যমে সমস্যার সমাধান করে নগরবাসী যাতে যানজট মুক্ত, স্বাচ্ছন্দে চলাচল করতে পারে তার ব্যবস্থার নেওয়ার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার ছয়রুদ্দিন আহমেদ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার খোন্দকার হোসেন আহম্মদ, বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জামাল মোড়ল, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান খোকন, যুগ্ম-সম্পাদক মোঃ কামরুল ইসলাম ভুট্টো, নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর চৌধুরী টিপু, লিটন মিত্র, মোঃ রেজওয়ান হোসেন, মোঃ আবু বক্কার ও মোঃ আজমল হোসেন প্রমুখ।