খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

কচুয়ায় নির্বাচনের বিধি লঙ্ঘনের দায়ে বিএনপি’র ৫ হাজার টাকা জরিমানা

কচুয়া প্রতিনিধি |
০১:০৭ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


বাগেরহাটের কচুয়া উপজেলায় নির্বাচন সংক্রান্ত আইনশৃঙ্খলা বিধি লঙ্ঘনের অভিযোগে জাতীয়তাবাদী দল (বিএনপি) কে ৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাচনী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ হায়দার।
জানা যায় গত ২০ ডিসেম্বর বাগেরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি’র সাধারণ সম্পাদকের নেতৃত্বে দলটির নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীরা তাৎক্ষণিকভাবে একটি বিজয় মিছিল বের করেন। তবে ওই সময় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল কার্যকর  থাকায় এমন মিছিল নির্বাচন আচরণবিধির পরিপন্থী বলে বিবেচিত হয়। এ ঘটনায় কচুয়া উপজেলা প্রশাসনের নজরে বিষয়টি আসলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি বিষয়টি পর্যালোচনা করে। পরবর্তীতে নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী বিএনপি’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং দলটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী পরিবেশ শান্ত ও সুষ্ঠু রাখার স্বার্থে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল বা সংগঠন যেন তফসিল বহির্ভূত কোনো কর্মসূচি গ্রহণ না করে-সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। স্থানীয় সচেতন মহল মনে করছেন, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।