খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ পৌষ ১৪৩২

রামপালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক কারবারির দণ্ড

রামপাল প্রতিনিধি |
০১:০৭ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


রামপালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজু মোড়লের (৩২) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার সকাল ৯টায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় মামলা দায়ের অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়।
দণ্ডপ্রাপ্ত রাজুর বাড়ি রামপালের মানিকনগর গ্রামে। মোবাইল কোর্টে তাকে ১০ দিনের কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।