খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

ইয়ং টাইগার্স ক্রিকেট টুর্নামেন্টে খুলনা ও যশোরের জয়

ক্রীড়া প্রতিবেদক |
০১:১১ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬-এর খেলায় বুধবার খুলনা ও যশোর জেলা দল জয়লাভ করেছে। মাগুরা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মেহেরপুর অনূর্ধ্ব-১৮ দলের মুখোমুখি হয় খুলনা অনূর্ধ্ব-১৮ দল। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর অনূর্ধ্ব-১৮ দল ৪০.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাফিউর সর্বোচ্চ ৩৭ রান করেন। খুলনার হয়ে ওমর ফারুক দুর্দান্ত বোলিং করে ৫ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে খুলনা অনূর্ধ্ব-১৮ দল মাত্র ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে ৮ উইকেটে জয়লাভ করে। দলের পক্ষে ফারহান ইফাজ ইফতি অপরাজিত ৫৮ রান করেন। অপর ম্যাচে খুলনা জেলা স্টেডিয়ামে যশোর অনূর্ধ্ব-১৮ ও বাগেরহাট অনূর্ধ্ব-১৮ দলের মধ্যে অনুষ্ঠিত খেলায় যশোর অনূর্ধ্ব-১৮ দল ১৭৮ রানের বিশাল ব্যবধানে জয় লাভ করে।
প্রথমে ব্যাট করে যশোর অনূর্ধ্ব-১৮ দল নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে। দলের পক্ষে মুবতাসিম ৬৩ ও আরিফুজ্জামান ৬১ রান করেন।
জবাবে বাগেরহাট অনূর্ধ্ব-১৮ দল ৩৪.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১০৪ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে ইয়াছিন সর্বোচ্চ ৩১ রান করেন।