খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

জেলা ক্রীড়া অফিস খুলনার আয়োজনে

ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ক্রীড়া প্রতিবেদক |
০২:১২ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


তারুণ্যের উৎসব-২৫ উপলক্ষে জেলা ক্রীড়া অফিস খুলনার ব্যবস্থাপনায় ছেলেদের ভলিবল ও মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন এবং পুরস্কার বিতরণী গতকাল বুধবার খুলনা জেলা আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা। খুলনা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪টি ভলিবল  দলসহ প্রায় ১০০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রধান অতিথি নারীদের প্রতি সহিংসতা রোধে করনীয় এবং ক্রীড়ার উন্নয়নের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।
ভলিবল প্রতিযোগিতায় খুলনা পাবলিক স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন এবং সরকারি দৌলতপুর মহসিন মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জণ করে। ব্যাডমিন্টন  প্রতিযোগিতায় দ্বৈত চ্যাম্পিয়ন সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের তাযরীন তাহরীম ও রাহমা জান্না এবং রানার আপ খুলনা সরকারি বালিকা বিদ্যালয়ের জান্নাতুল সাবিহা ও মরিয়ম আক্তার।
ব্যাডমিন্টন একক চ্যাম্পিয়ন সরকারি করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের তাযরীন তাহরিম, রানারআপ বি এন স্কুল এ্যান্ড কলেজের তাহিয়া তাসনিম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সহকারী শিক্ষকগন টুর্নামেন্ট পরিচালনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ আলীমুজ্জামান।