খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে খুলনা বিএনপি’র প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায়

খবর বিজ্ঞপ্তি |
০২:১৬ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে খুলনা মহানগরী থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় রওনা দিচ্ছেন। ইতোমধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী সড়কপথে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।
দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে খুলনা মহানগর জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মহানগর বিএনপিসহ দলের প্রতিটি থানা ও ইউনিটের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। কেউ কেউ আগেই ঢাকায় পৌঁছেছেন, আবার অনেকে ট্রেন, বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে ঢাকার পথে রয়েছেন। বৃহস্পতিবার (আজ) সকাল পর্যন্ত প্রায় ১০ হাজার নেতাকর্মীর ঢাকায় অবস্থান নিশ্চিত হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
খুলনা মহানগর বিএনপি মিডিয়া সেলের আহŸায়ক মিজানুর রহমান মিলটন বলেন, তারেক রহমান আমাদের আবেগ, অনুভ‚তি এবং তৃণমূল নেতাকর্মীদের ভরসার জায়গা। মহানগরীর পাঁচটি থানা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। অনেকে ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। 
খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। মহানগর জুড়ে নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ¡াস ও আবেগ তৈরি হয়েছে, তা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা ইতিহাসের এক স্মরণীয় মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি। তিনি আরও বলেন, নেতাকর্মীরা নিজ নিজ ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে ঢাকায় যাবেন। যাত্রাপথে শৃঙ্খলা বজায় রাখতে মহানগর বিএনপি’র পক্ষ থেকে আলাদা মনিটরিং টিম গঠন করা হয়েছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেন, “তারেক রহমানের দেশে ফেরা বিএনপি’র রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এটি নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস তৈরি করবে। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার আনন্দে খুলনা মহানগর বিএনপি পরিবার এখন উৎসবমুখর পরিবেশে রয়েছে।” 
তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান হবে এবং এই প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে খুলনায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ঢাকামুখী এই যাত্রা শুধু একজন নেতাকে বরণ করার নয়Ñবরং গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ বলেই মনে করছেন নেতাকর্মীরা।