খুলনা | বৃহস্পতিবার | ২৫ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

নগরীর খ্রিস্টানদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে মঞ্জু

আমরা কখনোই অন্য ধর্মের মানুষের উপর কোনো নিপীড়ন-নির্যাতনে বিশ্বাস করি না

খবর বিজ্ঞপ্তি |
০২:২০ এ.এম | ২৫ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ৩১ দফার ভিত্তিত্বে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। আমরা কখনোই অন্য ধর্মের মানুষের উপর কোনো নিপিড়ন নির্যাতনে বিশ্বাস করি না। 
গতকাল বুধবার বেলা ১১টায় খ্রিস্টান সম্প্রদায়ের বৃহৎ উৎসব শুভ বড় দিনের শুভেচ্ছা হিসেবে কেক ও ফুল সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চ এর ফাদার বিশ্বাস জেমস্ রমেনের হাতে তুলে দেন । সকাল সাড়ে ১১টায় রূপসা স্ট্যান্ড রোডে কয়লাঘাট ব্যাপিস্ট চার্চ-এ বড় দিনের শুভেচ্ছা হিসেবে কেক ও ফুল ফাদার টিটু চৌধুরীর হাতে তুলে দেন তিনি। 
এ সময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, গিয়াস উদ্দিন বনি, শামসুজ্জামান চঞ্চল,  ইশহাক তালুকদার, মোস্তফা কামাল, রবিউল ইসলাম রবি, মেহেদী হাসান সোহাগ, মাহবুব হোসেন, ইকবাল হোসেন, মিজানুজ্জামান তাজ, ইমরান হোসেন, আবু তালেব মোল্লা, মাহমুদ হাসান মুন্না, সেলিম বড় মিয়া, তরিকুল ইসলাম লিটন, এড. নাহিদ, কবির বিশ^াস, জীবন মীর, জুয়েল রহমান, ফয়জুল ইসলাম বাবু ও মামুনুর রহমান রাসেল প্রমুখ।