খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

মোংলায় ৩৯টি গির্জায় বড়দিনের প্রার্থনা ও উৎসব

মোংলা প্রতিনিধি |
১২:১২ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ছিল গতকাল বৃহস্পতিবার। ‘বড়দিন’ নামেই এ উৎসবের দিনটি বাংলাদেশে পরিচিত। সারা বিশ্বের খিৃষ্টধর্মাবলম্বীরা ২৫ ডিসেম্বর যিশুখ্রিষ্টের জন্মদিন হিসেবে ‘ক্রিসমাস ডে’র উৎসব উদযাপন করে থাকেন। মোংলায় খ্রিষ্টান স¤প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় বিধান অনুসারে প্রার্থনা ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করছেন।
খোঁজ নিয়ে জানা যায়, মোংলার ৩৯টি গির্জায় চলছে বড়দিনের প্রার্থনা। বুধবার রাতে গির্জাগুলোতে শুরু হয় প্রার্থনা। বৃহস্পতিবার সকালেও প্রার্থনা করা হয়। পাশাপাশি বড়দিন উপলক্ষে বিভিন্ন এলাকায় খ্রিষ্টধর্মাবলম্বীদের মধ্যে উৎসব চলছে।  এই উৎসব ঘিরে খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন মোংলা-রামপাল সংসদীয় আসনের বিএনপি’র এমপি প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপির এমপি প্রার্থী মোল­া রহমাতুল­াহ। 
স্থানীয় সূত্রে জানা যায়, খ্রিষ্টধর্মাবলম্বীদের বাড়িতে উপাদেয় খাবার রান্না, ক্রিসমাস ট্রি সাজানো ও আলোকসজ্জা করা হয়। শিশুদের মধ্যে বিতরণ করা হয় উপহার। গির্জাগুলোকে সাজানো হয়। উৎসব নির্বিঘœ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি বলেন, ‘বিভিন্ন গির্জা পরিদর্শন করেছি আমরা। সেইসঙ্গে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।’