খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

বেনাপোল সীমান্তে ৪৩ কেজি গাঁজাসহ পাচারকারী আটক

বেনাপোল প্রতিনিধি |
১২:১৫ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত টহলদলের সদস্যরা বেনাপোল সীমান্তের ২নং ঘিবা গ্রামে অভিযান চালিয়ে ৪৩ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে সীমান্ত সংলগ্ন দুই নম্বর ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তার উপর থেকে যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে জাহাঙ্গীর আলম বাবুকে (২৯) ৪৩ কেজি গাঁজাসহ আটক করা হয়। 
বিজিবি জানায় ভোরে ২নং ঘিবা গ্রামের একটি কাঁচা রাস্তার দিয়ে বাবু নামে একজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় টহল দলের বিজিবি সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় এলোমেলো বোঝা গেলে বস্তাটি তল­¬াশী করা হয়। পরে বস্তার মধ্য থেকে ৪৩ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় বাবুকে আটক করা হয়। 
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল­াহ্ সিদ্দিকী জানান যশোর সীমান্তে নিয়মিত টহলদলের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম বাবু নামে এক মাদক পাচারকারীকে ৪৩ কেজি গাঁজাসহ আটক করেছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।