খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন অন্য পরীক্ষা না রাখার নির্দেশ

খবর প্রতিবেদন |
০১:৩৭ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিতব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষার দিন অন্য পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার সব শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরীক্ষা না রাখার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পত্র পাওয়া গেছে।
এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হলো।