খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১১ পৌষ ১৪৩২

তারেক রহমান ফেরায় দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে, আশা রিভা গাঙ্গুলির

খবর প্রতিবেদন |
০১:৪৩ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এই প্রত্যাশা করেন।
রিভা গাঙ্গুলি দাস বলেন, আমি মনে করি তার প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ। তিনি অনেক দিন ধরে দূরে ছিলেন এবং খালেদা জিয়া নিজেও অসুস্থ ছিলেন বলে তিনি দলকে বেশ ভালোভাবে পরিচালনা করেছেন।
তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকার উৎখাতের পরপরই আমরা দেখেছি যে, তারেক রহমান দলের রাজনৈতিক সমর্থনকে সুসংহত করেছেন। যদিও তিনি অনলাইনে এবং বিভিন্ন নতুন প্রযুক্তির মাধ্যমে এটি করছিলেন, তবুও তিনি দলকে নিজে পরিচালিত রাখতে সক্ষম হয়েছিলেন। তাই এই পর্যায়ে যখন বাংলাদেশে এত সহিংসতা চলছে এবং দেশটি আক্ষরিক অর্থেই বিভিন্ন আদর্শিক দৃষ্টিভঙ্গির মধ্যে বিভক্ত, তখন তার প্রত্যাবর্তন কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। সম্ভবত তিনি বাংলাদেশে থাকা মধ্যপন্থী শক্তিগুলোকে সুসংহত করতে সক্ষম হবেন।
উলে­খ্য, দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।