খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

তারেক রহমানের গণসংবর্ধনায় অনুসারীদের নিয়ে খুলনা-২ আসনের প্রার্থী মঞ্জু

নিজস্ব প্রতিবেদক |
০২:১৭ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে তারেক রহমান দূর থেকে আমাদের নেতৃত্ব দিয়েছেন উলে­খ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেন, দীর্ঘ নিপীড়ন ও নির্বাসিত জীবন শেষে আমাদের মাঝে ফিরে এসেছেন তারেক রহমান। এই গণতন্ত্র উত্তরণে সবচেয়ে কঠিন পথ আমরা পাড়ি দিয়েছি তার নেতৃত্বে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
বৃহস্পতিবার ঢাকার পূর্বাচলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের গণসংবর্ধনাস্থলে সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট বিদায় করেছি। তারেক রহমানের নেতৃত্বে কঠিন পথ পাড়ি দিয়েছি। তারেক রহমানের নেতৃত্বে ২০২৬ সালে আমরা জয়ী হব, ইনশাআল­াহ। 
ঢাকার পূর্বাচলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে স্বদেশ প্রত্যাবর্তনের গণসংবর্ধনাস্থলে খুলনা-২ আসনে ধানেরশীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন জাফরউল­াহ খান সাচ্চু, কাজী মোঃ রাশেদ, এড. ফজলে হালিম লিটন, আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, এড. গোলাম মওলা, ইউসুফ হারুন মজনু, কাজী শফিকুল ইসলাম শফি, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল জব্বার, মেহেদী হাসান সোহাগ, আসলাম হোসেন, শরিফুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, নুরুল ইসলাম লিটন, আলমগীর হোসেন আলম, শামীম খান, সুলতান মাহমুদ সুমন, সাইমুন ইসলাম রাজ্জাক, সাখাওয়াত হোসেন, শামীম আশরাফ প্রমুখ। নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিলসহকারে সমাবেশস্থলে পৌঁছান খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু।