খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

ইতিহাসের সাক্ষী হলো খুলনা বিএনপি

তারেক রহমানের আগমনে ৩০০ ফিটে নেতাকর্মী সমর্থকদের কম্পিত স্লোগান, অশ্রু আর উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক |
০২:১৭ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে খুলনা মহানগর ও জেলা বিএনপি’র নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় এক আবেগঘন ও ঐতিহাসিক মুহূর্ত। আনন্দ, অশ্র“ ও স্লোগানের মিশেলে খুলনা মহানগরীর নেতা-কর্মীরা ঢাকার ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত সংবর্ধনা কর্মসূচির জনসমুদ্রে অংশগ্রহণ করেন। এ সময় পুরো এলাকা নেতাকর্মীদের উচ্ছ¡াসে মুখরিত হয়ে ওঠে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই খুলনা মহানগর ও জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ৩০০ ফিট এলাকার আগাখান গেটে একত্রিত হতে শুরু করেন। হাতে দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা ‘তারেক রহমান ফিরে এসো’, ‘গণতন্ত্র মুক্তি পাক’, ‘জিয়া পরিবার এগিয়ে চলো’Ñসহ নানা আবেগঘন স্লোগান দিতে থাকেন।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর নেতৃত্বে গোটা এলাকা পরিণত হয় এক অভ‚তপূর্ব গণজমায়েতে। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে ৩০০ ফিট এলাকা, নেতাকর্মীদের চোখেমুখে ফুটে ওঠে দীর্ঘদিনের অপেক্ষার পর প্রাপ্তির গভীর অনুভ‚তি।
মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা গণমাধ্যমকে বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তিনি বলেন, “বিগত ৫৫ বছরের রাজনৈতিক ইতিহাসে এমন আবেগঘন ও তাৎপর্যপূর্ণ ঘটনা খুব কমই দেখা গেছে। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।” 
তিনি জানান, খুলনা মহানগরী ও আশপাশের এলাকা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় পৌঁছেছেন। “এই স্বতঃস্ফ‚র্ত জনসমাগমই প্রমাণ করেÑতারেক রহমানের প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়; এটি জনগণের আবেগ, আশা ও প্রত্যাশার সঙ্গে গভীর ভাবে সম্পৃক্ত,”Ñবলেন তিনি।
গণমাধ্যমকে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, এই দিন দেখার জন্যই আমরা এত বছর অপেক্ষা করেছি। তারেক রহমানের আগমন মানেই আমাদের রাজনৈতিক সংগ্রামে নতুন সাহস ও নতুন প্রেরণা। এটি শুধু একজন নেতার ফিরে আসা নয়, বরং বিএনপি’র রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই ঐতিহাসিক ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে খুলনা মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১০ হাজার নেতা-কর্মী বাস, ট্রেন ও ব্যক্তিগত পরিবহনে করে ঢাকায় গমন করেন। অনেকের চোখে ছিল আনন্দাশ্র“, আবার কারও কণ্ঠে শোনা গেছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার দৃঢ় প্রত্যয়।