খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

সময়ের খবরে সংবাদ প্রকাশের পর

সমালোচনার পর ছেড়ে দেয়া আসামি ফের গ্রেফতার, পরে কারাগারে

নিজস্ব প্রতিবেদক |
০২:২৬ এ.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


গ্রেফতারের পর ছেড়ে দেওয়া খুলনা জেলা পরিষদের নি¤œমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এম ডি আসলাম হোসেনকে ফের গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ। তিনি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশিদের দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ও সময়ের খবরে সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার সকালে তাকে পুনরায় গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার গ্রেফতারের পর তাকে ছেড়ে দিয়েছিল থানা পুলিশ। 
পুলিশের সূত্র জানায়, নন-এফআইআরের একটি মামলায় (৩৫৬/২৫) গত ২৩ ডিসেম্বর আসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। গত বুধবার বিকেলে কেসিসি মার্কেটের সামনে থেকে আসলাম হোসেনকে গ্রেফতার করে খুলনা সদর থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে ছাড়াতে নানামুখী তদবির শুরু হয়। একপর্যায়ে অসুস্থতার দোহাই দিয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে জেলা পরিষদের আরেক কর্মচারী শেখ কওছার আলীর জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়। এ নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, গ্রেফতারের পর আসামী হৃদরোগের কথা জানান। তার শাাররিক অবস্থা বেশি ভালো ছিল না। এজন্য ফৌজদারি কার্যবিধি অনুযায়ী চিকিৎসার জন্য তাকে সহকর্মীর জিম্মায় দেয়া হয়। ৮ ঘণ্টা পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, তাকে একবারেই গ্রেফতার করা হয়। অসুস্থ থাকায় মাঝখানে ৮ ঘণ্টায় আরেক জনের জিম্মায় দেওয়া হয়। এটা আইন মেনেই করা হয়েছে।
তবে জেলা পরিষদের অন্য কর্মচারীরা জানান, গ্রেফতারের কিছু সময় আগে আসলাম হোসেন মোটরসাইকেল চালিয়ে জেলা পরিষদের কার্যালয়ে যান। সেখান থেকে বের হওয়ার পর তিনি গ্রেফতার হন। আসলাম নিয়মিত কার্যালয়ে যান এবং স্বাভাবিক কার্যক্রম সম্পাদন করেন। অসুস্থতার কোনো লক্ষণ তার মধ্যে ছিল না।