খুলনা | শুক্রবার | ২৬ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

মেঘনার দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল

খবর প্রতিবেদন |
০৫:২৩ পি.এম | ২৬ ডিসেম্বর ২০২৫


মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় ‘এমভি জাকির সম্রাট-৩’ ও ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। তদন্তে এরইমধ্যে কমিটি গঠন করা হয়েছে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সংঘর্ষের ঘটনায় নৌযান দুটির রুট পারমিট বাতিল করা হয়েছে। ঘটনা তদন্তে মেরিন কোর্টে মামলা করা হবে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা সাংবাদিকদের বলেন, ‘এমভি জাকির সম্রাট-৩’ ও ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে সংঘর্ষের ঘটনায় চারজনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো সদরঘাট টার্মিনালে রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ‘এমভি জাকির সম্রাট-৩’ লঞ্চটি রাত ২টার দিকে হাইমচর এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা-বরিশাল রুটের ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় নদীতে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা অত্যন্ত কম ছিল।