খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১২ পৌষ ১৪৩২

পূজা পরিষদের আয়োজনে জেলা পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা

খবর বিজ্ঞপ্তি |
১২:২৪ এ.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতার অংশ হিসেবে শ্রীশ্রী শীতরাবাড়ী মন্দির প্রাঙ্গনে জেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে জেলা পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতা শুক্রবার সকাল ১০টায় জেলা পর্যায়ে গীতা প্রতিযোগিতা উপ-কমিটির আহŸায়ক আশীষ কুমার সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। 
সকাল সাড়ে ১০টায় শান্তিমন্ত্র উচ্চারণের মাধ্যমে গীতা পাঠ প্রতিযোগিতার শুভ সুচনা করেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী (ধ্র“ব) মহারাজ। বেলা ১১টায় লিখিত পরীক্ষা শেষে ৬ জন বিচারকের উপস্থিতিতে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় যেখানে প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন খুলনা সেবাশ্রম সংঘের অধ্যক্ষ স্বামী বিপ্রানন্দজী (ধ্র“ব) মহারাজ। 
প্রতিদ্বন্দিতাপূর্ণ প্রতিযোগিতায় “ক” বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেন শীতলাবাড়ী গীতা স্কুলের ছাত্রী সুস্মিতা শীল, ২য় স্থান অধিকার করেন রূপসা শ্মশান মন্দির গীতা স্কুলের ছাত্রী অংকিতা দে, ৩য় স্থান অধিকার করেন ফুলতলা উপজেলার মুগ্ধ দে এবং “খ” বিভাগ থেকে ১ম স্থান অধিকার করেন দাকোপ উপজেলার জয়ী রায়, ২য় স্থান অধিকার করেন গীতা স্কুলের ছাত্রী স্বস্তিকা শীল, ৩য় স্থান অধিকার করেন রূপসা উপজেলার শ্রেয়া রায়। 
ফলাফল ঘোষণা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পূজা পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিজয় কুমার ঘোষ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন খুলনা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। বিশেষ অতিথি ছিলেন শীতলাবাড়ী মন্দির কমিটির সভাপতি সুজিত সাহা, জেলা পূজা পরিষদের সহ-সভাপতি রতন কুমার মিত্র। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ অজিত কুমার বিশ্বাস, বিভূতি ভূষণ সাহা, অমর কুমার দাস, দীপঙ্কর মন্ডল, শিমুল কুমার দাস, অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, ইন্দজিৎ চক্রবর্তী, প্রবীর রায়, বিজন বিশশ্বাস, সাংবাদিক দিলীপ বর্মন, গনেশ চন্দ্র মন্ডল, দেবাশীষ কুমার দে, দিলিপ দাস, ননী গোপাল দাস, গোপাল বনিক, মাধুরী মন্ডল, অনামিকা দাস পপি, আশীষ কুমার রায়, শোভা রানী হালদার, প্রশান্ত কুমার মন্ডল, বিশ্বজিৎ পাল, বিপুল কান্তি চৌধুরী, অলোক শীল, গোপাল চন্দ্র সাহা, রনজিৎ বোস, গোবিন্দ দত্ত, তপন চক্রবর্তী, জগদীশ চন্দ্র দে, সুজন মন্ডল, লিটন বিশ্বাস, সুমন দে, রঞ্জন কুমার সাহা, মানবেন্দ্র মন্ডল, মৃত্তঞ্জয় সরদার, রূপসা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, তেরখাদা উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শংকর বালা, বটিয়াঘাটা উপজেলা পূজা পরিষদের আহবায়ক-সদস্য সচিব রাম প্রসাদ রায় ও অধ্যাপক বিদ্যুৎ রায়, ফুলতলা উপজেলা পূজা পরিষদের আহবায়ক-সদস্য সচিব অনুপম মিত্র ও রনজিৎ বোস, দিঘলিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সৌমিত্র দত্ত ও প্রদীপ বিশ্বাস। 
এছাড়াও খুলনা জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভা থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দসহ গীতা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি জাকজমকপূর্ণে পরিণত হয়। নেতৃবৃন্দ সনাতনী সমাজের প্রতিটি স্তরে গীতা শিক্ষার জন্য গীতা স্কুল খুলে গীতার আলোয় আলোকিত হওয়ার আহবান জানান। নেতৃবৃন্দ আরও বলেন ধর্মীয় অনুশাসনের মাধ্যমে আমাদের সমাজের সকল অবক্ষয় থেকে বেরিয়ে আসতে হবে। পরিশেষে সনাতনী সমাজের প্রতিটি ঘরে ঘরে গীতা শিক্ষার মূল্যবোধ পৌছে দেয়ার আহবান জানান।