খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

যুক্তরাষ্ট্রে তীব্র তুষারঝড়, তিন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি

খবর প্রতিবেদন |
০২:৪৭ পি.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


যুক্তরাষ্ট্রে তীব্র শীতের প্রবাহ ও তুষারঝড়ের কবলে তিনটি রাজ্য। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শুরু হওয়া তুষারপাত শনিবার (২৭ ডিসেম্বর) ভোর পর্যন্ত চলবে। ফলে ন্যাশনাল ওয়েদার সার্ভিস তিনটি অঙ্গরাজ্যেই ‘উইন্টার স্টর্ম ওয়ার্নিং’ জারি করেছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে তুষারপাতের আশঙ্কা বাড়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল শুক্রবার অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এলাকায় জরুরি অবস্থা জারি করেন। এই ঘোষণা মোট ৩৬টি কাউন্টিতে কার্যকর থাকবে, যার মধ্যে নিউইয়র্ক সিটির পাঁচটি বরোও রয়েছে।

পূর্বাভাস দেওয়া তথ্য অনুযায়ী, মিড-হাডসন, নিউইয়র্ক সিটি ও লং আইল্যান্ড এলাকায় বেশি তুষারপাতের আশঙ্কা রয়েছে। এসব অঞ্চলে ৪ থেকে ৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে; কিছু স্থানে বরফের স্তর এক ফুট পর্যন্তও পৌঁছাতে পারে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া এবং দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে সড়কপথে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই চালকদের অতিরিক্ত সতর্ক থাকার, প্রয়োজনে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় হাতে রাখার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।