খুলনা | শনিবার | ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৩ পৌষ ১৪৩২

বাগেরহাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

কোন গোষ্ঠি যদি নির্বাচন বানচালের চেষ্টা করে সরকার তা কঠোর হস্তে দমন করবে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০৩:৫৩ পি.এম | ২৭ ডিসেম্বর ২০২৫


মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, নির্বাচন বানচাল করা বা না করার চেষ্টা থাকবে। কিন্তু নির্বাচনের সকল ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মানুষের নিরাপত্তা দিতে হবে। নির্বাচন বানচালের জন্য কোন গোষ্ঠি যদি চেষ্টা করে তা সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানান উপদেষ্টা।

হাদি হত্যা ইস্যুতে উপদেষ্টা বলেন, নির্বাচনের কারণে যদি হাদির উপর আক্রমন হয়ে থাকে, তাহলে অন্য প্রার্থীরাও শঙ্কায় আছে। এর সাথে যে গোষ্ঠিই জড়িত থাকুক না কেন কঠোর হস্থে দমন করা হবে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা মৎস্য আড়ৎ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে সড়ক পথে মৎস্য আড়তে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। আড়ৎ মিলনায়তনে খামারী ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা রাজ কুমার সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: আবদুর রউফ, যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, খুলনা অঞ্চলের পরিচালক জাহাঙ্গির আলম, প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক ডা: গোলাম হায়দার, বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো: বাতেন. সহকারী পুলিশ সুপার (সার্কেল) রাসেদুল ইসলাম রানা, ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, চিতলমারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনছারীসহ বিভিন্ন কর্মকর্তা, মৎস্য আড়ত মালিকগন ও মৎস্যচাষী উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ী ও চাষীরা গলদা চিংড়ির পোনা সংকট, নিম্নমানের খাবারসহ চিংড়ি শিল্পের নানা সংকটের কথা তুলে ধরেন। মৎস্য উপদেষ্টা আগ্রহভরে চাষীদের সংকটের কথা শোনেন।

চাষীদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, গলদা চিংড়ি চাষে বড় সংকট এখন পোনার সহজ লভ্যতা। পোনার নিশ্চিয়তা প্রদানের জন্য বন্ধ থাকা বেসরকারি হ্যাচারিগুলোকে সচল করার উদ্যোগ নেওয়া হবে। সেই সাথে সরকারি যেসব প্রতিষ্ঠানের গলদা চিংড়ি উৎপাদনের সক্ষমতা রয়েছে, তাদেরকে আরও আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ দেন উপদেষ্টা।এবং বাগেরহাটের মাছচাষীদের প্রশংসা করেন। ভবিষ্যতে মাছের রপ্তানি বৃদ্ধিতের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন বলেন, গলদা চিংড়ির পোনা সংকট নিরসনে প্রয়োজনে যেসব রাষ্ট্রে চিংড়ির পোনা উৎপাদন হয়, সেখান থেকে আমদানি করা হবে। তবে আইনে নদীর পোনা ধরার যে নিষেধাজ্ঞা সেটি ভঙ্গ করা যাবে না।